শিক্ষা সংক্ষেপ

জবিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ নভেম্বর এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা (যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.লহঁ.ধপ.নফ) অনলাইনে আবেদন করতে পারবেন ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ বা ২০২২ খ্রিষ্টাব্দে এসএসসি বা সমমান ও ২০২৪ খ্রিষ্টাব্দে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এতে আরও বলা হয়, আবেদনকারী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে একশত টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম থেকে ৪০ হাজার জন আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। যে সব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদের সাত শত টাকা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে 'ই' ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি শুক্রবার। 'ডি' ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রম্নয়ারি শুক্রবার এবং 'বি' ইউনিট কলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রম্নয়ারি শনিবার। 'এ' ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রম্নয়ারি শনিবার এবং সবশেষ 'সি' ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রম্নয়ারি শুক্রবার। প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট দিনে তিন শিফটে অনুষ্ঠিত হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ১ম থেকে ৪০,০০০তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। যে সব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদের ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিড কার্ড ডাউনলোড করতে হবে। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি (যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.লহঁ.ধপ.নফ) এখান থেকে জানা যাবে।