রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
মুয়াম্মদ গাদ্দাফি

প্রশ্ন : বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে?

উত্তর : ১০টি

প্রশ্ন : বঙ্গ-ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন?

উত্তর :সম্রাট আকবর

প্রশ্ন : বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশ-

উত্তর : জাপান

প্রশ্ন : কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে (১৯০১ সালে) বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহ্বান জানান?

উত্তর : মাওলানা আকরাম খাঁ

প্রশ্ন : কোনটিকে পর্যটকের রোগ বলা হয়?

উত্তর : ম্যালেরিয়া

প্রশ্ন : মিসরের সভ্যতা কত হাজার বছরের পুরনো?

উত্তর : ৫

প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?

উত্তর : যমুনা সার কারখানা

প্রশ্ন : বিদেশে প্রথম ব্র্যাকের কার্যক্রম চালু হয় কোন দেশে?

উত্তর :আফগানিস্তানে

প্রশ্ন : বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির লন্ডনের স্টকমার্কেটে প্রবেশাধিকার রয়েছে?

উত্তর : বেক্সিমকো

প্রশ্ন : কোন দেশটি সমুদ্র বন্দরবিহীন দেশ?

উত্তর : প্যারাগুয়ে

প্রশ্ন :প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিন্স 'লুসি'র কংকাল ১৯৭৪ সালে কোন দেশে আবিষ্কৃত হয়?

উত্তর : ইথিওপিয়া

প্রশ্ন :কোন রাষ্ট্রপ্রধান বিয়ালিস্নশ বছর দেশ পরিচালনা করেছেন?

উত্তর : মুয়াম্মদ গাদ্দাফি

প্রশ্ন : পৃথিবীর মোট বরফের কত ভাগ এন্টার্কটিকাতে আছে?

উত্তর : ৯০

প্রশ্ন : ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত?

উত্তর : মায়ানমার

প্রশ্ন : কোন দেশের ডাক-টিকিটে সে দেশের নাম লেখা থাকে না?

উত্তর : যুক্তরাজ্য

প্রশ্ন : সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?

উত্তর : বাংলাদেশ

প্রশ্ন : নেপোলিয়ান ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ওয়াটারলু কোন দেশে অবস্থিত?

উত্তর : বেলজিয়াম

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে পুরাতন স্মৃতিস্তম্ভ কি?

উত্তর : পিরামিড

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে