জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ঢাকা বিশ্বের কততম মেগাসিটি? উত্তর : ১১তম প্রশ্ন : বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি? উত্তর : সেন্ট মার্টিন দ্বীপ প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় 'চর কুকড়ি মুকড়ি' অবস্থিত? উত্তর : ভোলা প্রশ্ন : কংস নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? উত্তর : শেরপুর প্রশ্ন : প্রথম বারের মতো বাংলাদেশের বায়ুবিদু্যৎ প্রকল্প স্থাপিত হয়? উত্তর : ফেনীতে প্রশ্ন : বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর : মহাস্থানগড় প্রশ্ন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 'কালের যাত্রা' নাটকটি কাকে উৎসর্গ করেন? উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন : ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী? উত্তর : বিজয় কেতন প্রশ্ন : 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'- গানটির শিল্পী কে? উত্তর : আপেল মাহমুদ প্রশ্ন : সর্ব প্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশ পতাকা উত্তোলিত হয়? উত্তর :কলকাতা প্রশ্ন :স্বাধীনতা যুদ্ধের জন্য 'বীর প্রতীক' উপাধী পায় কতজন? উত্তর : ৪২৬ প্রশ্ন :বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর :সোনারগাঁও প্রশ্ন :প্রথম বাঙালি মুসলমান কবি কে? উত্তর : শাহ্‌ মু. সগীর প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? উত্তর :১১টি প্রশ্ন : রবিঠাকুরের 'আমার সোনার বাংলা' কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে? উত্তর : প্রথম ১০ চরণ প্রশ্ন : 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে? উত্তর : নিতুন কুন্ডু প্রশ্ন : হাজী মুহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? উত্তর : হুগলী