পাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) 'আউটকাম-বেজড এডুকেশন কারিকুলাম ডেভেলপমেন্ট' বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর উদ্যোগে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের জন্য ১৭ নভেম্বর এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। কর্মশালাটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নূর আলম এবং সহযোগী অধ্যাপক ড. মো. আসফাকুর রহমান। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সব শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।