রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'নতুন ধানে নবান্ন সবার ঘরে আনন্দ' প্রতিপাদ্যে নবান্ন উৎসব-১৪৩১ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে ১৮ নভেম্বর এ উৎসবের উদ্বোধন করা হয়। এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
এই উৎসব উপলক্ষে বিভাগের শিক্ষার্থীরা পিঠা তৈরি করেন এবং স্টল দেন। কৃষি অনুষদে ১০টি স্টলে দুধপুলি, চন্দ্র পুলি, তেল পিঠা, নকশী পিঠা, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, গাজরের হালুয়া, রস মলাইসহ শতাধিক পদের পিঠা বিক্রি হয়। উৎসবের অংশ হিসেবে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।