নোবিপ্রবিতে 'নজরুল বক্তৃতা' অনুষ্ঠিত
প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নজরুল বক্তৃতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি বাংলা বিভাগের আয়োজনে ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. চন্দন আনোয়ার।
এ সময় নোবিপ্রবি বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
\হ