বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পুন্ড্র ইউনিভার্সিটিতে চালু হচ্ছে আইন ও সাংবাদিকতা বিভাগ

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পুন্ড্র ইউনিভার্সিটিতে চালু হচ্ছে আইন ও সাংবাদিকতা বিভাগ
পুন্ড্র ইউনিভার্সিটিতে চালু হচ্ছে আইন ও সাংবাদিকতা বিভাগ

বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাত্রা শুরু করেছে এলএলবি ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতিমধ্যে এই নতুন দুটি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়ায় ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হতে যাচ্ছে।

নতুন দুটি বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৬ নভেম্বর বগুড়ার আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে-আরা বেগম। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আফজাল হোসেন, পুন্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান, আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. মতিউর রহমান, বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক মো. জহুরুল হক জাফর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-২ এর বিশেষ পিপি মোজাম্মেল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির

আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. জহুরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে