ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

হাবিবুর রহমান বাপ্পা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
অধ্যায়-৭ আবহাওয়া ও জলবায়ু প্রশ্ন : বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী? উত্তর : হাইগ্রোমিটার। প্রশ্ন : কোনো একটি এলাকার নির্দিষ্ট সময়ের গড় আবহাওয়াকে কী বলে? উত্তর : জলবায়ু। প্রশ্ন : জলবায়ু বিষয়ে জানার প্রধান দুটি উপাদানের নাম কী কী? উত্তর : তাপমাত্রা ও বৃষ্টিপাত। প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের সাথে জড়িত উপাদানটি কী? উত্তর : গ্রিন হাউস গ্যাস। প্রশ্ন : পৃথিবীর বায়ুমন্ডলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হবার কারণ কী? উত্তর : গ্রিন হাউস প্রতিক্রিয়া। প্রশ্ন : গ্রিন হাউসের ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় কেমন? উত্তর : বেশি। প্রশ্ন : কার্বন-ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের কারণে কী ঘটে? উত্তর : গ্রিন হাউস প্রতিক্রিয়া। প্রশ্ন : মিথেন গ্যাস গ্রিন হাউস গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কতগুণ বেশি শক্তিশালী? উত্তর : ৩০ গুণ। প্রশ্ন : গবাদি পশু পালন বেড়ে গেলে কোন গ্যাসের পরিমাণও বাড়তে থাকে? উত্তর : মিথেন গ্যাস। প্রশ্ন :কৃষিজমিতে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করলে কোন গ্যাস উৎপন্ন হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে? উত্তর : নাইট্রাস অক্সাইড। প্রশ্ন : ফ্লোরিনেটেড গ্যাসের গ্রিন হাউস প্রতিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কতগুণ বেশি? উত্তর : প্রায় ২৩,০০০ গুণ। প্রশ : অ্যাসিড বৃষ্টিতে কোন কোন গ্যাস মিশ্রিত থাকে? উত্তর :সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। প্রশ্ন : বাতাসের কত অংশ সালফার ডাইঅক্সাইড বিদু্যৎ উৎপাদনকারী জেনারেটর থেকে নির্গত হয়? উত্তর : ২/৩ অংশ। প্রশ্ন : বিদু্যৎ উৎপাদনকারী জেনারেটর থেকে বাতাসের কত অংশ নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়? উত্তর : ১/৪ অংশ। প্রশ্ন :বায়ুমন্ডলের কোন জায়গায় ওজোনস্তর অবস্থিত? উত্তর : স্ট্র্যাটোমন্ডলে। প্রশ্ন : ওজোনস্তর ক্ষয়কারী উপাদানসমূহের মধ্যে অন্যতম উপাদানের নাম কী? উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন। প্রশ্ন : চর্মরোগ, ক্যান্সার, চোখের ছানি পড়া প্রভৃতি রোগের কারণ কী? উত্তর : অতিবেগুনি রশ্মি। প্রশ্ন : উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় কীসের প্রভাবে? উত্তর : অতিবেগুনি রশ্মির প্রভাবে। প্রশ্ন : অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীর নাম কী? উত্তর : পস্ন্যাঙ্কটন। প্রশ্ন : বাতাসে ভাসমান ক্ষুদ্র কণার নাম কী? উত্তর : এরোসল। প্রশ্ন : অনেক উদ্ভিদ ও প্রাণীর পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার কারণ কী? উত্তর : জলবায়ু পরিবর্তন। প্রশ্ন : অধিক জলীয়বাষ্পের উপস্থিতির কারণে কী ঘটে? উত্তর : প্রচুর বৃষ্টিপাত প্রশ্ন : নাইট্রাস অক্সাইড কার্বন-ডাইঅক্সাইডের তুলনায় অন্তত কত গুণ ক্ষতিকর? উত্তর : ১০ গুণ। প্রশ্ন : পৃথিবী পৃষ্ঠ কী? উত্তর : পৃথিবী পৃষ্ঠ হলো পৃথিবীর মাটি, পানি এবং বাতাস। প্রশ্ন : রেইনগজ কী? উত্তর : রেইনগঞ্জ হলো বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র। প্রশ্ন : কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়? উত্তর : ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়। প্রশ্ন : আবর্তন গতি কী? উত্তর : পৃথিবী তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বদিকে ঘোরে, যাকে আবর্তন গতি বলা হয়। প্রশ্ন : মৌসুমি বায়ু কাকে বলে? উত্তর : মৌসুম বা ঋতুভিত্তিক যে বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। প্রশ্ন : প্রকৃত আর্দ্রতা কী? উত্তর : প্রকৃত আর্দ্রতা বলতে বোঝায় বায়ুতে বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণ। প্রশ্ন : জলবায়ু কী? উত্তর : জলবায়ু হলো কোনো একটি এলাকার নির্দিষ্ট সময়ের গড় আবহাওয়া। প্রশ্ন : অতিবেগুনি রশ্মির প্রভাবে প্রাণীদের কোন রোগ হয়? উত্তর : অতিবেগুনি রশ্মির প্রভাবে প্রাণীদের চোখ ও চামড়ার ক্যান্সার রোগ হয়ে থাকে। প্রশ্ন : পস্ন্যাঙ্কটন কী? উত্তর : পানিতে ভাসমান অতিক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকে পস্ন্যাঙ্কটন বলা হয়। প্রশ্ন : সালোকসংশ্লেষণ কী? উত্তর : সালোকসংশ্লেষণ হলো উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। প্রশ্ন : উইন্ডভেন কী? উত্তর : উইডভেন হলো বায়ুপ্রবাহের দিক বের করা যন্ত্রের নাম। প্রশ্ন : জলীয়বাষ্প বলতে কী বুঝ? উত্তর : জলীয়বাষ্প হলো পানির বায়বীয় রূপ। এটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ। পানিকে ১০০ক্ক সেলসিয়াস তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে পানি বাষ্পে পরিণত হয়। এই বাষ্পে পরিণত পানিই হলো জলীয়বাষ্প। প্রশ্ন : মৌসুমি বায়ু বলতে কী বোঝায়? উত্তর : 'মোসিম' একটি আরবি শব্দ, এর অর্থ হলো ঋতু। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহ পরিবর্তিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। প্রকৃতপক্ষে সমুদ্রবায়ু ও স্পলবায়ুর ব্যাপক সংস্করণ হলো মৌসুমি বায়ু। প্রশ্ন : উদ্ভিদের উপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লিখ। উত্তর : ওজোন স্তর ক্ষয়ের ফলে শক্তিশালী অতিবেগুনি রশ্মি গাছের বৃদ্ধি কমিয়ে দিতে পারে, খাদ্য তৈরি এমনকি ফুল ফোটার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে। ফলে বনের গাছপালাগুলোকে এই ক্ষতিকর প্রভাব বহন করতে হয়। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়