প্রশ্ন :ফরাসিরা ইংরেজি চ্যানেলকে কী বলে?
উত্তর :লা মাঞ্চে।
প্রশ্ন :জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য আছে?
উত্তর :পাঁচ : চীন, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রশ্ন : কোন সেতুটি প্রথম ঢালাই লোহা দিয়ে তৈরি হয়?
উত্তর : আয়রন ব্রিজ
প্রশ্ন : ফুটবল খেলোয়াড়দের জার্সিতে নাম্বার লাগাবার প্রথা প্রথম চালু হয় কোন সালে?
উত্তর :১৯৩৯
প্রশ্ন :ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর :লিও
প্রশ্ন :কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
উত্তর :১৯৪১
প্রশ্ন :ঈওজউঅচ-এর সদর দপ্তর কোথায়?
উত্তর :ঢাকা
প্রশ্ন : আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর :৫ জুন
প্রশ্ন :কোন বিষয়ে আলফ্রেড নোবেল পুরস্কার দিয়ে যাননি?
উত্তর :অর্থনীতি
প্রশ্ন :বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর :রোম
প্রশ্ন :যে দেশটি কখনো কোনো উপনিবেশে পরিণত হয়নি?
উত্তর :থাইল্যান্ড
প্রশ্ন :জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর :১৯৪৫
প্রশ্ন :কত সালে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়?
উত্তর : ১৯১৮
প্রশ্ন :স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কার অধীন ছিল?
উত্তর :অস্ট্রেলিয়া
প্রশ্ন :বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সদর দপ্তর নেই কোথায়?
উত্তর : কলম্বো
প্রশ্ন :'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
উত্তর :ক্রিকেট
প্রশ্ন :ওআইসির সদর দপ্তর কোথায়?
উত্তর :জেদ্দায়
প্রশ্ন :অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন সাল থেকে?
উত্তর :১৯৬৯