সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ :বিশ্বের বৃহত্তম ইঁদুরের নাম কি? উত্তর :ক্যাপিবারা। প্রশ্ন :বিশ্বের সবচেয়ে বেশি হীরা উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর :রাশিয়া। প্রশ্ন : রাস্তার শিল্পী ব্যাঙ্কসি মূলত কোন ব্রিটিশ শহরের সাথে যুক্ত? উত্তর : ব্রিস্টল। প্রশ্ন : ডেভিস কাপ কোন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করা হয়? উত্তর:টেনিস। প্রশ্ন :জাপানি স্পিরিট সেক কোন শস্য থেকে তৈরি হয়? উত্তর :চাল। প্রশ্ন :পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর :নীলনদ। প্রশ্ন :জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর :হোনসু। প্রশ্ন :জাতীয় শিশু দিবস কত তারিখ? উত্তর :১৭ মার্চ। প্রশ্ন :পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদী কোনটি? উত্তর :আমাজন নদী। প্রশ্ন :বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি? উত্তর :ভুটান। প্রশ্ন : ব্রাসেলস কোন দেশের রাজধানী? উত্তর :বেলজিয়াম। প্রশ্ন :কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত? উত্তর :কর্ণফুলী। প্রশ্ন :অস্ট্রেলিয়ার রাজধানী শহর কি? উত্তর :ক্যানবেরা। প্রশ্ন :জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর :পেনসিলভানিয়া। প্রশ্ন :যুক্তরাজ্যের কোন শহর আরও পশ্চিমে অবস্থিত? উত্তর :এডিনবার্গ। প্রশ্ন :ফিনল্যান্ডের রাজধানী কি? উত্তর :হেলসিঙ্কি। প্রশ্ন :ভিয়েতনামের মুদ্রা কি? উত্তর :ভিয়েতনামী ডং। প্রশ্ন :ব্রাজিলে কোন ভাষায় কথা বলা হয়? উত্তর :পর্তুগিজ। প্রশ্ন :মূল ভূখন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি টাইমজোন আছে? উত্তর :চারটি; তারা হলো পূর্ব, মধ্য, পর্বত, প্রশান্ত মহাসাগর। প্রশ্ন :ইউরোপ অঞ্চলে কয়টি দেশ আছে? (জাতিসংঘ দ্বারা স্বীকৃত) উত্তর :৪৪টি। প্রশ্ন :আপনি যদি থ্রি পিকস চ্যালেঞ্জ সম্পূর্ণ করেন তাহলে আপনি যুক্তরাজ্যের কোন তিনটি পর্বত আরোহণ করতে পারবেন? উত্তর :বেন নেভিস, স্নোডন, স্ক্যাফেল পাইক।