কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ ১৬ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এককভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। কুয়েট সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার এককভাবে কুয়েটে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। ইতিপূর্বে ইঞ্জিনিয়ারিং গুচ্ছভুক্ত থাকলেও এবার সেটি হচ্ছে না। এর আগে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কুয়েট, রুয়েট ও চুয়েট এক সঙ্গে ভর্তি পরীক্ষা হতো।