বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রশ্ন : সুপ্তির বড় মামা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি অফিসে কর্মরত আছেন। ছোট মামা ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

ক. নগর বিকাশের ধারাক্রমের আরম্ভ পর্যায়ের একটি নগরের নাম লিখ।

খ. নগর বিকাশের ধারাক্রম ব্যাখ্যা কর।

গ. সুপ্তির বড় মামার কর্মরত শহর নগর শ্রেণিবিভাগের কোন ধরনে পড়ে? ব্যাখ্যা কর।

ঘ. সুপ্তির ছোট মামা যে শহরে পড়ছেন সেরূপ শহর কী কী কারণে গড়ে ওঠে? পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।

উত্তর :

ক. নগর বিকাশের ধারাক্রমের আরম্ভ পর্যায়ের একটি নগর হলো মেমফিস যা ৩০০০ খ্রিষ্টপূর্বে নীলনদের অববাহিকায় গড়ে উঠেছিল।

খ. মানুষ যখন তার খাদ্যের জন্য সংগ্রহ এবং শিকারের ওপর নির্ভর করত, তখন মানুষ ছিল যাযাবরের মতো। কিন্তু যখন খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ খানিকটা তার আয়ত্তে এলো, তখন সে স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হতে আরম্ভ করল। গড়ে উঠল স্থায়ী বসতি বা গ্রাম। অনেকের মতে নগরায়ণ বিকাশের ধারাক্রম হচ্ছে- সংগ্রহ ও শিকার, কৃষি এবং নগরায়ণ।

গ. সুপ্তির বড় মামার কর্মরত শহর হলো অস্ট্রেলিয়ার ক্যানবেরা অস্ট্রেলিয়ার ক্যানবেরা হলো প্রশাসনিক নগর। নগরের শ্রেণিবিভাজন কীসের ভিত্তিতে সর্বাধিক গ্রহণযোগ্য হতে পারে, সে ব্যাপারে মতবিরোধ রয়েছে। অধুনা ভূগোলবিদগণ ক্রিয়াকলাপের ভিত্তিতে নগরের শ্রেণিবিন্যাস করেন। শ্রেণিবিন্যাসের এ ধরন অনুযায়ী ক্যানবেরা প্রশাসনিক নগর। নগরটি অস্ট্রেলিয়ার রাজধানী এবং প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। রাজনৈতিক কর্মকান্ড এখান থেকে পরিচালিত হয়। শাসন ব্যবস্থার প্রয়োজনে এ শহরকে রাজধানীর রূপ দেয়া হয় এবং সেখানে পৌর বসতির বিস্তার ঘটে। তাই এ নগরটি হলো প্রশাসনিক নগর।

ঘ. সুপ্তির ছোট মামা ব্রিটেনের অক্সফোর্ড শহরে পিএইচডি করছেন। অধিকাংশ শহরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য, আলাদা ধরন ও ক্রিয়াকলাপের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এ শহরটির গড়ে ওঠার কারণের মধ্যেও ভিন্নতা আছে। বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠকে ঘিরে ব্রিটেনের অক্সফোর্ডে একটি স্থায়ী পৌরবসতির বিকাশ ঘটেছে। পাঠ্যপুস্তকে নগরের ক্রিয়াকলাপের প্রকৃতিভেদে নগরের যে শ্রেণিবিভাগ সে অনুযায়ী অক্সফোর্ড হচ্ছে সাংস্কৃতিক ক্রিয়াকলাপভিত্তিক নগর। এরূপ নগর শুধু অক্সফোর্ডের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরেই নয় বরং আরও নানা কারণে গড়ে ওঠে। যেমন- ধর্মীয় কারণে শহর বা নগরের পত্তন দেখা যায়। কোনো মহাপুরুষের জন্মস্থান, কর্মভূমি বা সমাধি স্থানকে অবলম্বন করে একটি স্থায়ী পৌর বসতির বিকাশ ঘটতে পারে। মক্কা, মদিনা, জেরুজালেম, গয়া, বারানসী প্রভৃতি এরূপ ক্রিয়াকলাপভিত্তিক শহর। আর উদ্দীপকের মতো বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান প্রভৃতি কোনো স্থানে স্থাপিত হলেও সেখানে পৌর বসতির বিকাশ ঘটে। প্রাচীন ভারতের নালন্দা, ব্রিটেনের অক্সফোর্ড ও ক্যামব্রিজ, ইতালির পিসা নগরী প্রভৃতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নগর।

প্রশ্ন : ঢাকার মুহিত, চট্টগ্রামের শিবু ও খুলনার দিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। শিবু এবং দিপু দেখে খুলনা ও চট্টগ্রামের নগর ঢাকা থেকে ভিন্ন এবং ঢাকার পরিবেশ প্রমাণ করে নগরটি অপরিকল্পিত।

ক. হরপ্পা নগরটি কখন গড়ে ওঠে?

খ. কক্সবাজারে বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে কেন?

গ. শিবু ও দিপুর এলাকার বিভাগীয় শহরের নগর কাঠামো ব্যাখ্যা কর।

ঘ. কোন কোন বিষয়দৃষ্টে শিবু ও দিপুর মনে হলো ঢাকা শহর অপরিকল্পিত? আলোচনা কর।

উত্তর :

ক. হরপ্পা নগরটি খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে গড়ে ওঠে।

খ. কর্মক্লান্ত মানুষের ক্লান্তি দূর ও অবসর বিনোদনের জন্য সাধারণত শহর বা নগরের কোলাহলের বাইরে সমুদ্র সৈকত বা শৈল নিবাসে স্বাস্থ্য ও প্রমোদ কেন্দ্র গড়ে ওঠে। তাই বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে।

গ. শিবু ও দিপু যথাক্রমে চট্টগ্রাম ও খুলনার ছেলে। বিভাগীয় শহর খুলনা ও চট্টগ্রামে নগর কাঠামো দেশের অন্যান্য বিভাগীয় শহরের মতোই যেমন-

জনসংখ্যার আকার ও ঘনত্ব : বাংলাদেশ কোনো বসতিকে শহর হিসেবে স্বীকৃতি লাভের জন্য কমপক্ষে ৫,০০০ জনসংখ্যা এবং প্রতি বর্গকিলোমিটারে ১,৫০০ জনের বসবাস থাকতে হয়। খুলনা ও চট্টগ্রাম নগরের জনসংখ্যা প্রায় ১৫ লাখ ও ৪০ লাখ এবং জনসংখ্যার ঘনত্ব প্রায় ৩,০০০ জন।

বসত বাড়ির ধরন : শহরে সাধারণত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা অধিক। প্রশস্ত রাজপথ, পার্ক, কৃত্রিম লেক প্রভৃতি শহরের সৌন্দর্য বৃদ্ধি করে। জীবনধারণের জন্য আধুনিক প্রয়োজনীয় সামগ্রী যেমন : বিদু্যৎ ও পানি সরবরাহ পাওয়া যায়। খুলনা ও চট্টগ্রাম শহরে এসব নিয়ামকের প্রায় সব কয়টি উপাদান বিদ্যমান।

চালচলন : খুলনা ও চট্টগ্রাম নগরে বিভিন্ন প্রকার পেশা গ্রহণের সুযোগ থাকায় অনেক সময় পেশা পরিবর্তন করে উন্নততর সুযোগ-সুবিধা গ্রহণ করা যায়।

অর্থনীতি : খুলনা ও চট্টগ্রাম শহরের মানুষ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত।

শিক্ষা ও চিকিৎসা : খুলনা ও চট্টগ্রাম নগরে মানুষ শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে সর্বপ্রকার সুবিধা ভোগ করে।

বিনোদন ব্যবস্থা : সিনেমা, থিয়েটার, খেলাধুলা প্রভৃতি বিনোদনমূলক কার্যকলাপ খুলনা ও চট্টগ্রাম নগরের মানুষকে প্রভাবিত করে।

সুতরাং খুলনা ও চট্টগ্রাম বিভাগীয় শহরের নগর কাঠামো আধুনিক নগরের প্রতিরূপ।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে