ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

হাবিবুর রহমান বাপ্পা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
অধ্যায়-৬ উদ্ভিদ, প্রাণী ও অণুজীব \হ প্রশ্ন : উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রয়োজন কেন? উত্তর : সূর্যের আলো ব্যবহার করে যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে। সালোকসংশ্লেষণ গাছের পাতায় হয়। সালোকসংশ্লেষণের জন্য সূর্যের আলো ছাড়াও পানি, খনিজ লবণ এবং কার্বন-ডাইঅক্সাইড এর প্রয়োজন। অর্থাৎ খাদ্য তৈরির জন্যই উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রয়োজন। প্রশ্ন : প্রজনন বলতে কী বুঝ? উত্তর : প্রজনন হলো বংশবৃদ্ধি প্রক্রিয়া, যার মাধ্যমেই একই প্রজাতির নতুন নতুন বংশধর সৃষ্টি হয়। সকল জীবেরই প্রজনন ঘটে। প্রজনন বিভিন্নভাবে হতে পারে। যৌন প্রজনন ও অযৌন প্রজনন। যৌন প্রজননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনে নতুন সদস্য তৈরি হয়। আবার, অযৌন প্রজননে শুধু এক ধরনের কোষ থেকে নতুন বংশধর তৈরি হয়। কোনো কোনো উদ্ভিদ, প্রাণী কিংবা অণুজীবে উভয় ধরনের প্রজনন দেখা যায়। প্রশ্ন : ছত্রাককে অপুষ্পক উদ্ভিদ বলা হয় কেন? উত্তর : অপুষ্পক উদ্ভিদের ন্যায় ছত্রাকের ফুল ও ফল হয় না। ছত্রাক রেণু বা স্পোরের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। একারণে ছত্রাককে অপুষ্পক উদ্ভিদ বলে। প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং সুপ্রচুর জীবগোষ্ঠী কারা? সরীসৃপের প্রধান বৈশিষ্ট্য কী? শৈবালকে কেন উদ্ভিদের মতো বলে মনে করা হয়? উত্তর : পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং সুপ্রচুর জীবগোষ্ঠী হলো ব্যাকটেরিয়া। সরীসৃপের প্রধান বৈশিষ্ট্য হলো এরা বুকে ভর দিয়ে চলাফেরা করে। শৈবাল বৈচিত্র্যময় একটি শ্রেণি। এরা উদ্ভিদ-সদৃশ প্রোটিস্ট। কারণ এরা উদ্ভিদের মতো স্বভোজী উৎপাদক। অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদের মতো এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে। যদিও এদের উদ্ভিদের মতো মূল, কাল্ড বা পাতা নেই। ক্লোরোপস্নাস্টের উপস্থিতি এবং সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদনের ব্যবস্থা থাকার জন্যই শৈবালকে উদ্ভিদের মতো বলে মনে করা হয়। অধ্যায়-৭ আবহাওয়া ও জলবায়ু আবহাওয়া হলো কোনো স্থানের দৈনন্দিন বায়ুর তাপ, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির সমষ্টিগত অবস্থা। আর জলবায়ু হলো ২৫-৩০ বছরের আবহাওয়ার সমষ্টিগত অবস্থা। জলবায়ু 'একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি তাপ, আর্দ্রতা এবং সঞ্চালনের বায়ুমন্ডলীয় অবস্থাকে ইঙ্গিত করে; এটি জীবনের সমস্ত রূপকে প্রভাবিত করে। জলবায়ু মানুষের জীবন প্রণালি, কৃষিকাজ, স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা প্রভৃতির উপর প্রভাব ফেলে। তবে জলবায়ুর উপর মানবসৃষ্ট প্রভাব ভয়াবহ। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়, বন্যা, জলোচ্ছ্‌বাস ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগগুলোর জন্য মানুষই দায়ী। গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে মূলত তাপ আটকে রেখে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বোঝায়। প্রশ্ন :আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত দুটি শব্দের নাম কী? উত্তর : আবহাওয়া ও জলবায়ু। প্রশ্ন : বায়ুর আর্দ্রতা কীসের উপাদান? উত্তর : আবহাওয়ার। প্রশ্ন : বায়ুচাপ কীসের উপাদান? উত্তর : আবহাওয়া ও জলবায়ুর। প্রশ্ন : পৃথিবীতে শক্তির প্রধান উৎস কী? উত্তর : সূর্য। প্রশ্ন: সূর্য থেকে শক্তি পৃথিবীতে কীভাবে আসে? উত্তর : তাপ ও আলো আকারে। প্রশ্ন : দেরিতে সূর্য কখন ওঠে? উত্তর : শীতকালে। প্রশ্ন :শীতকালে পৃথিবীর পৃষ্ঠ তুলনামূলকভাবে কেমন থাকে? উত্তর : শীতল। প্রশ্ন : গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা কেমন থাকে? উত্তর : বেশি। প্রশ্ন : জলীয়বাষ্পের পরিমাণ বেশি হলে কেমন গরম অনুভূত হয়? উত্তর : বেশি। প্রশ্ন : বায়ুর তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী? উত্তর : থার্মোমিটার। প্রশ্ন : আবহাওয়ার একটি অন্যতম উপাদানের নাম কী? উত্তর : বৃষ্টি। প্রশ্ন : যেকোনো স্থানের বাতাসে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা কেমন? উত্তর : সীমিত। প্রশ্ন : জলীয়বাষ্প ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে গেলে তার কীরূপ পরিবর্তন হয়? উত্তর : ঠান্ডা ও ঘনীভূত হয়। প্রশ্ন : বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কী? উত্তর : রেইনগঞ্জ। প্রশ্ন : আমাদের পারিপার্শ্বিক বায়ুর উপর কিসের প্রভাব রয়েছে? উত্তর : মাধ্যাকর্ষণ শক্তির ও প্রশ্ন : বায়ুচাপ কোনদিকে প্রয়োগ হয়? উত্তর : সবদিকে। প্রশ্ন : আবহাওয়ার পূর্বাভাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কী? উত্তর : বায়ুচাপ। প্রশ্ন : বায়ুচাপের একক কী? উত্তর : মিলিবার। প্রশ্ন : বাতাসের গড় বায়ুচাপ কত? উত্তর : ১০১৩ মিলিবার। প্রশ্ন : বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী? উত্তর : ব্যারোমিটার। প্রশ্ন : শীতকালে বাতাস কীরূপ থাকে? উত্তর : শুষ্ক ও ভারী। প্রশ্ন : পৃথিবীর আবর্তন গতির ধরন কীরূপ? উত্তর : পশ্চিমে থেকে পূর্বদিকে। প্রশ্ন : বায়ুপ্রবাহের দিক নির্ণায়ক যন্ত্রটির নাম কী? উত্তর : উইন্ডডেন। প্রশ্ন : বায়তে একক আয়তনে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণকে কী বলা হয়? উত্তর : বায়ুর আর্দ্রতা। প্রশ্ন : বায়ুর আর্দ্রতা পরিমাপের পদ্ধতি কতটি? উত্তর : দুইটি। প্রশ্ন : আর্দ্রতা কেমন হলে সেই স্থানে ভেজা বস্তু সহজে শুকায়? উত্তর : বেশি হলে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়