ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০

হাবিবুর রহমান বাপ্পা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
অধ্যায়-৬ উদ্ভিদ, প্রাণী ও অণুজীব প্রশ্ন : ইনসেক্টদের কয় জোড়া পা থাকে? উত্তর : ৩ জোড় প্রশ্ন : মাইট কী? উত্তর : উকুন জাতীয় প্রাণী। প্রশ্ন : মাকড়সা কোন ধরনের প্রাণী? উত্তর : শিকারজীবী প্রশ্ন : কোন প্রাণী শক্তিশালী রেশম ফাইবার উৎপাদন করে? উত্তর : মাকড়সা। প্রশ্ন : মাকড়সার উপাঙ্গ কয়টি? উত্তর : চার জোড় প্রশ্ন : খালি চোখে দেখা যায় না এমন জীবন্ত বস্তুকে কী বলে? উত্তর : অণুজীব। প্রশ্ন : ব্যাকটেরিয়ায় কোন প্রক্রিয়ায় প্রজনন ঘটে? উত্তর : দ্বিবিভাজন। প্রশ্ন : ব্যাকটেরিয়া কয়টি রাজ্যে বিভক্ত? উত্তর : ২টি। প্রশ্ন : রুটির উপর জন্মানো নীলাভ সবুজ রঙের এগুলো কী? উত্তর : ছত্রাক। প্রশ্ন : ছত্রাক কোন রাজ্যের জীব? উত্তর : ফানজাই। প্রশ্ন : ছত্রাক-সদৃশ প্রোটিস্টের দুটি উদাহরণ দাও। উত্তর : স্স্নাইম মোল্ড এবং জলীয় মোস্ত। প্রশ্ন : ঐবঃবৎড়ঃৎড়ঢ়য শব্দের অর্থ কী? উত্তর : পরভোজী। প্রশ্ন : সর্দি-কাশি হওয়ার জন্য কী দায়ী? উত্তর : ভাইরাস। প্রশ্ন : কোনটি প্রোটিন আবরণে মোড়ানো জেনেটিক বস্তু? উত্তর : ভাইরাস। প্রশ্ন : ভাইরাস দ্বারা আক্রান্ত কোষগুলোকে কী বলে? উত্তর : পোষক কোষ। প্রশ্ন : পোষক কোষ একদিনে কী পরিমাণ অনুরূপ ভাইরাস তৈরি করতে পারে? উত্তর : ১০ বিলিয়ন। প্রশ্ন : ঈঙঠওউ-১৯ এর কারণ কী? উত্তর : ঝঅজং-ঈড়ঠ-২ ডাইরাস। প্রশ্ন : ভাইরাসে জেনেটিক বস্তু হিসেবে কী থাকে? উত্তর : ডিএনএ কিংবা আরএনএ। প্রশ্ন : ফ্লোয়েম কী? উত্তর : উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য মূলসহ অন্যান্য অঙ্গে নিয়ে যাওয়ায় যুক্ত পরিবহন নলের নাম ফ্লোয়েম। প্রশ্ন : ক্যাম্বিয়ামের অবস্থান কোথায়? উত্তর : ক্যাম্বিয়ামের অবস্থান জাইলেম ও ফ্লোয়েম টিসু্যর মাঝে। প্রশ্ন : ক্যাম্বিয়ামের কাজ কী? উত্তর : ক্যাম্বিয়ামের কাজ হলো জাইলেম ও ফ্লোয়েম টিসু্যকে পরম্পর থেকে আলাদা করা। প্রশ্ন : করটেক্স-এর অবস্থান কোথায়? উত্তর : করটেক্সের অবস্থান গাছের মূল ও কান্ডের আবরণের ভেতর। প্রশ্ন : ক্যাক্টাস উদ্ভিদ কান্ড কী কাজে ব্যবহার করে? উত্তর : ক্যাক্টাস উদ্ভিদ কান্ড পানি সঞ্চয়ের কাজে ব্যবহার করে। প্রশ্ন : শাখামূলের কাজ কী? উত্তর : শাখা মূলের কাজ হলো পানি শোষণের জন্য সুবিশাল নেটওয়ার্ক তৈরি করা। প্রশ্ন : এপিডার্মিস কী? উত্তর : এপিডার্মিস হলো পাতার বাইরের আবরণ। প্রশ্ন : কিউটিকল কী? উত্তর : কিউটিকল হলো পাতার বাইরের আবরণকে ঘিরে থাকা মোম জাতীয় আবরণ। প্রশ্ন : চিরহরিৎ গাছ কী? উত্তর : যে গাছে সারা বছর সবুজ পাতা থাকে তাই চিরহরিৎ গাছ। প্রশ্ন : কিউটিকলের কাজ কী? উত্তর : কিউটিকলের কাজ হলো খুব ঠান্ডা বা শুষ্ক আবহাওয়ায় পাতা থেকে অতিরিক্ত পানি বের হওয়া রোধ করা। প্রশ্ন : পত্ররন্ধ্রকে ঘিরে থাকা কোষটির নাম কী? উত্তর : পত্ররন্ধ্রকে ঘিরে থাকা কোষটির নাম হলো রক্ষীকোষ। প্রশ্ন : রক্ষীকোষের কাজ কী? উত্তর : রক্ষীকোষের কাজ হলো গাছ থেকে জলীয়বাষ্প ও বায়ুর নির্গমন নিয়ন্ত্রণ করা। প্রশ্ন : গাছ কী কারণে অতিরিক্ত পানি হারায়? উত্তর : গাছ প্রস্বেদনের কারণে অতিরিক্ত পানি হারায়। প্রশ্ন : উদ্ভিদ কোষের কোথায় সালোকসংশ্লেষণ ঘটে? উত্তর : উদ্ভিদ কোষের ক্লোরোপস্নাস্ট নামক অঙ্গাণুতে সালোকসংশ্লেষণ ঘটে। প্রশ্ন : স্পোর কী? উত্তর : স্পোর হলো এক বিশেষ ধরনের ছোট কোয প্রশ্ন : ছত্রাক কোন রাজ্যের জীব? উত্তর : ছত্রাক ফানজাই রাজ্যের জীব। প্রশ্ন : ঈঙঠওউ-১৯ এর কারণ কী? উত্তর : ঈঙঠওউ-১৯ এর কারণ ঝঅজং ঈড়ঠ-২। প্রশ্ন : ভাইরাস কী? উত্তর : ভাইরাস মূলত প্রোটিন আবরণে মোড়ানো জেনেটিক বন্ধু ডিএনএ কিংবা আরএন এ। প্রশ্ন : ভাইরাস দ্বারা আক্রান্ত কোষকে কী বলে? উত্তর : ভাইরাস দ্বারা আক্রান্ত কোষকে পোষক কোষ বলে। প্রশ্ন : সংবাহী উদ্ভিদ বলতে কী বুঝ? উত্তর : সংবাহী উদ্ভিদ বলতে পরিবহন টিসু্য আছে এমন গাছ বোঝায়। এসব উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে পানি নেয়। এই পানি কান্ডের মধ্যদিয়ে উঁচু শাখা-প্রশাখা ও অন্যান্য অঙ্গে যায়। একাজে জাইলেম টিসু্য ব্যবহার হয়। জাইলেম টিসু্য দিয়ে গাছ মাটি থেকে পানির পাশাপাশি খনিজ লবণ নেয়। অন্যদিকে ফ্লোয়েম টিসু্য পাতায় তৈরি খাদ্য মূলসহ অন্যান্য অঙ্গে পরিবহণ করে। পরবর্তী অংশ আগামী সংখ্যায়