গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে 'প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইকিউএসি'র যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে ১৪ নভেম্বর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবির মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুলস্নাহসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।