ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস্ প্রোগ্রামের ৩য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ২য় তলার শিক্ষক লাউঞ্জে ১৫ নভেম্বর এই প্রোগ্রামের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির ও প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিভাগের অন্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।