রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
টনি বেস্নয়ার

প্রশ্ন : হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে ভারত সম্রাট হয়েছিলেন?

উত্তর : ১৫৪০ খ্রিষ্টাব্দ

প্রশ্ন : কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে ১২৯৬ খ্রিষ্টাব্দে দিলিস্নর সিংহাসন দখল করেন?

উত্তর : আলাউদ্দিন খলজি

প্রশ্ন : পোলো খেলার পৃষ্ঠপোষক হিসেবে কোন শাসকের নাম উলেস্নখযোগ্য?

উত্তর : কুতুবউদ্দিন

প্রশ্ন : ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম 'বুসেফেলাস' যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন?

উত্তর : আলেকজান্ডার

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বেশি আলু উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর : চীন।

প্রশ্ন : কেনিয়ার রাজধানী শহর কি?

উত্তর : নাইরোবি।

প্রশ্ন : টনি বেস্নয়ার কত সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হন?

উত্তর : ১৯৯৭

প্রশ্ন : কোন গায়ক ১৯৭০-এর দশকে 'ম্যাগি মে' নামে একটি হিট গান করেছিলেন?

উত্তর : রড স্টুয়ার্ট

প্রশ্ন : ইংল্যান্ড কতবার পুরুষ ফুটবল বিশ্বকাপ জিতেছে?

উত্তর : একবার (১৯৬৬ সালে)।

প্রশ্ন : ২০১৮ সালে, স্কট মরিসন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন?

উত্তর :অস্ট্রেলিয়া

প্রশ্ন : নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি?

উত্তর : ওয়েলিংটন।

প্রশ্ন: হেমাটোলজি কিসের অধ্যয়ন?

উত্তর : রক্ত।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর : চীন।

প্রশ্ন : ইউক্রেনের রাজধানী শহরের নাম কি?

উত্তর : কিয়েভ।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বেশি মাছ উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর : চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে