বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নোবিপ্রবিতে কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে কর্মশালা
নোবিপ্রবিতে কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'ওয়ার্কশপ অন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির্ যাঙ্কিং: রিকয়্যারমেন্ট, অ্যাক্টিভিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে ১৩ নভেম্বর ওই কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। আইকিউএসি পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট স্পিকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এম রাকিবুল ইসলাম।

আইকিউএসি আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন ইনস্টিটিউটের পরিচালকরা, বিভাগীয় চেয়ারম্যানরা, রেজিস্ট্রার, রিসার্চ সেলের পরিচালক ও কর্মকর্তারা, সাইবার সেন্টারের পরিচালক ও কর্মকর্তারা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও কর্মকর্তারা, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে