নজরুল বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি' প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ১৩ নভেম্বর এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলমের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান, বিশেষ আলোচক ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আজিজুল ইসলাম। সভার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাদক সেবনের বিরুদ্ধে শপথ পাঠ করান ডিআইজি ড. আশরাফুর রহমান।