অধ্যায়-৬
উদ্ভিদ, প্রাণী ও অণুজীব
প্রশ্ন : কিউটিকলের অবস্থান কোথায়?
উত্তর : পাতার এপিডার্মিসে।
প্রশ্ন : কিউটিকল কী?
উত্তর : মোম জাতীয় আবরণ।
প্রশ্ন : কোন গাছে সারা বছর সবুজ পাতা থাকে?
উত্তর : চিরহরিৎ জাতীয় গাছে।
প্রশ্ন : একটি চিরহরিৎ জাতীয় উদ্ভিদের নাম লেখ।
উত্তর : পাইন।
প্রশ্ন : কোনটি পাতা থেকে অতিরিক্ত পানি বের হওয়া রোধ করে?
উত্তর : পাতার কিউটিকল।
প্রশ্ন : রন্তু শব্দের অর্থ কী?
উত্তর : ছিদ্র।
প্রশ্ন : পত্ররন্থের অবস্থান কোথায়?
উত্তর : পাতার নিচের পৃষ্ঠে।
প্রশ্ন : কোনটি পত্ররন্তুকে ঘিরে থাকে?
উত্তর : রক্ষীকোষ।
প্রশ্ন : গাছ অতিরিক্ত পানি হারানোর কারণ কী?
উত্তর : প্রস্বেদন।
প্রশ্ন : মূল দিয়ে শোষিত পানির শতকরা কতভাগ প্রস্বেদনের মাধ্যমে পরিবেশে ফিরে আসে?
উত্তর : ৯৯ ভাগ।
প্রশ্ন : সালোকসংশ্লেষণ কোথায় হয়?
উত্তর : গাছের পাতায়।
প্রশ্ন : গাছ পত্ররন্ত্রের মাধ্যমে বায়ু থেকে কী গ্রহণ করে?
উত্তর : কার্বন-ডাইঅক্সাইড।
প্রশ্ন : উদ্ভিদ কোষের কোন অঙ্গে সালোকসংশ্লেষণ ঘটে?
উত্তর : ক্লোরোপস্নাস্টে।
প্রশ্ন : কোন প্রক্রিয়ার কারণে অক্সিজেন তৈরি হয়?
উত্তর : সালোকসংশ্লেষণ।
প্রশ্ন : প্রজনন কী?
উত্তর : বংশবৃদ্ধির প্রক্রিয়া।
প্রশ্ন : কোন প্রজননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনে নতুন সদস্য তৈরি হয়?
উত্তর : যৌন প্রজনন।
প্রশ্ন : ফুলের পরাগধানীতে কী সৃষ্টি হয়?
উত্তর : পরাগরেণু।
প্রশ্ন : ডিম্বাণু কোথায় সৃষ্টি হয়?
উত্তর : গর্ভাশয়ে।
প্রশ্ন : বীজযুক্ত গাছে কোন ধরনের প্রজনন ঘটে?
উত্তর : যৌন প্রজনন।
প্রশ্ন : পরাগধানী থেকে পরাগরেণু ফুলের গর্ভমুন্ডে যাওয়ার প্রক্রিয়ার নাম কী?
উত্তর : পরাগায়ন।
প্রশ্ন : ডিম্বাণুর সাথে পরাগরেণুর মিলন ঘটার কারণ কী?
উত্তর : পরাগায়ন।
প্রশ্ন : পরাগায়ন কয় প্রকার?
উত্তর : দুই প্রকার।
প্রশ্ন : পরাগরেণু এসে পরাগমুন্ডে পতিত হলে কী সৃষ্টি হয়?
উত্তর : পরাগনালিকা।
প্রশ্ন : স্পোর কী?
উত্তর : বিশেষ ধরনের ছোট কোষ।
প্রশ্ন : স্পোর কোথায় সৃষ্টি হয়?
উত্তর : ক্যাপসুলের ভেতর।
প্রশ্ন : শ্যাওলার প্রজনন কীসের মাধ্যমে ঘটে?
উত্তর : স্পোরের মাধ্যমে।
প্রশ্ন : নিষিক্ত ডিম্বাণু থেকে কী সৃষ্টি হয়?
উত্তর : ফল ও বীজ।
প্রশ্ন : গর্ভাশয়ে থাকা ডিম্বাণুকে কে নিষিক্ত করে?
উত্তর : পরাগরেণু
প্রশ : আবৃতবীজী উদ্ভিদের বিস্তার কীসের উপর নির্ভরশীল?
উত্তর : ফুলের উপর।
প্রশ্ন : মেরুদন্ডী প্রাণীদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
উত্তর : সাতটি শ্রেণিতে।
প্রশ্ন : মেরুদন্ডী প্রাণীরা মূলত কী নামে পরিচিত?
উত্তর : কর্ডেট।
প্রশ্ন : মেরুরজ্জুকে রক্ষা করে কে?
উত্তর : মেরুদন্ড।
প্রশ্ন : অন্তঃকঙ্কাল কী দ্বারা তৈরি?
উত্তর : হাড় ও তরুণাস্থি।
প্রশ্ন : তরুণাস্থি কী?
উত্তর : নরম হাড়ের মতো উপাদান।
প্রশ্ন : চোয়ালবিহীন দুইটি মাছের নাম লেখ।
উত্তর : হ্যাগফিশ ও ল্যাম্পে।
প্রশ্ন : কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে?
উত্তর : সরীসৃপ।
প্রশ্ন : কোন স্তন্যপায়ী প্রাণী সমুদ্রে থাকে?
উত্তর : তিমি।
প্রশ্ন : যেসব প্রাণীর মেরুদন্ড থাকে না তাদের কী বলে?
উত্তর : অমেরুদন্ডী প্রাণী।
প্রশ্ন : জেলিফিশ এবং প্রবাল কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
উত্তর : নিডারিয়া।
প্রশ্ন : স্পঞ্জ কোন পর্বের প্রাণী?
উত্তর : পরিফেরা।
প্রশ্ন : ঝিনুক এবং শামুক কোন পর্বের প্রাণী?
উত্তর : মলাস্কা।
প্রশ্ন : কোন পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত পা রয়েছে?
উত্তর : আর্থোপড।
প্রশ্ন : আর্থ্রোপডের বৃহত্তম দল কোনটি?
উত্তর : কীটপতঙ্ক।
প্রশ্ন : ইনসেক্ট গ্রম্নপের প্রাণীরা কয়টি খন্ডে বিভক্ত?
উত্তর : ৩টি।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়