প্রশ্ন :১৬০০-১৬০১ খ্রিষ্টাব্দে আকবর কোন দুর্গটি অধিকার করেছিলেন যার ফলে পরবর্তীকালে মোগলদের দাক্ষিণাত্য অভিযানের পথ সুগম হয়েছিল?
উত্তর : আসিরগড়
প্রশ্ন : হরপ্পা এবং প্রাক-হরপ্পা- উভয় সভ্যতারই ধ্বংসাবশেষের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন স্থানে আবিষ্কৃত হয়েছে?
উত্তর :কালিবাঙ্গান
প্রশ্ন :শিবাজীর পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী কে ছিলেন?
উত্তর :শম্ভজী
প্রশ্ন :মহারাজা সোয়াই জয় সিংহ ১৭২৭ খ্রিষ্টাব্দে কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর :জয়পুর
প্রশ্ন :ভোজ কোন বংশের রাজা ছিলেন?
উত্তর : গুর্জর প্রতিহার
প্রশ্ন : গজনীর মামুদ হিন্দুদের কোন বিখ্যাত শিবমন্দির ধ্বংস করে দিয়েছিলেন?
উত্তর :সোমনাথ
প্রশ্ন :চতুর্থ থেকে একাদশ শতাব্দীর মধ্যে পান্ড্য রাজাদের রাজধানী তামিলনাড়ুর কোন শহরটি ছিল?
উত্তর :মাদুরাই
প্রশ্ন :কোন রাজবংশ ভারতে প্রায় একশ বছর রাজত্ব করেছে এবং যাদের আসল বংশগত নাম ছিল 'মুইজ্জি'?
উত্তর :দাসবংশ
প্রশ্ন :ইসলামিক রাজত্বে সৈন্যবাহিনীর আমলাদের নিয়মমাফিক বেতনের পরিবর্তে সীমিত কালের জন্য জমি বণ্টন করা হতো। এই প্রথাকে কি বলা হতো?
উত্তর :ইকতা
প্রশ্ন :ভারতে শেষ মোগল সম্রাট কে?
উত্তর :দ্বিতীয় বাহাদুর শাহ
প্রশ্ন :বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হাসান গঙ্গু
প্রশ্ন : ১৫২৭ খ্রিষ্টাব্দে কোন যুদ্ধে বাবর মোবারের রানাসঙ্গকে পরাজিত করেছিলেন?
উত্তর :কানোয়া বা খানুয়া
প্রশ্ন :কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র?
উত্তর :পানিপথ
প্রশ্ন :কোন বংশ দিলিস্নর সিংহাসন হারায়?
উত্তর : লোদি
প্রশ্ন : কে বলেছিল যে প্রাচীন ভারতে দাসপ্রথা ছিল না?
উত্তর : মেগাস্থিনিস