জীবজগৎ
আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বস্তু। এদের কারো জীবন আছে আবার কারো নেই। যাদের মধ্যে জীবন নেই তারা জড়। আবার যাদের মধ্যে জীবন আছে তারা জীব। প্রকৃতিতে বিভিন্ন রকমের জীব আছে। যেমন : উদ্ভিদ, মানুষ, গরু, ছাগল, মাছ ইত্যাদি।
পানির শেওলা বা ব্যাঙের ছাতাও জীব। অ্যামিবা, ব্যাকটেরিয়া অতিক্ষুদ্র জীব। এসকল জীব নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে। জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তিক বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে। জীব দুই প্রকার। যথা : উদ্ভিদ ও প্রাণী। জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে চলন, খাদ্যগ্রহণ, প্রজনন, রেচন অনুভূতি, বৃদ্ধি ও অভিযোজন অন্যতম।
প্রশ্ন
প্রশ্ন : জীবের গঠনের এককগুলোকে কী বলা হয়?
উত্তর : কোষ।
প্রশ্ন :একটি কোষ নিয়ে গঠিত জীবকে কী বলা হয়?
উত্তর : এককোষী জীব।
প্রশ : ব্যাকটেরিয়া কী ধরনের জীব?
উত্তর : এককোষী জীব।
প্রশ : এককোষী জীবের উদাহরণ কোনটি?
উত্তর : প্রোটোজোয়া।
প্রশ্ন : সরলতম জীব বলা হয় কাকে?
উত্তর : এককোষী জীবকে।
প্রশ : মাছ, গাছ, মানুষ এগুলো কী ধরনের জীব?
উত্তর : বহুকোষী জীব।
প্রশ্ন : বৃহদাকার জীবদেহেও ছোট আকারের কী থাকে?
উত্তর : অসংখ্য কোষ।
প্রশ্ন : কোষের নির্দিষ্ট কী নেই?
উত্তর : আকৃতি।
প্রশ্ন : কীসের উপর ভিত্তি করে কোষের আকৃতি নানা রকম হয়ে থাকে?
উত্তর : কাজের উপর।
প্রশ্ন : বহুকোষী জীব কয়টি কোষ থেকে তৈরি হয়?
উত্তর : একটি কোষ।
প্রশ্ন : বহুকোষী জীবের দেহকোষ এক পর্যায়ে কয় ভাগে বিভক্ত হয়?
উত্তর : দুই ভাগে।
প্রশ্ন : আমরা প্রত্যেকেই কয়টি কোষ থেকে জীবন শুরু করেছি?
উত্তর : একটি।
প্রশ্ন : আদি ভ্রম্নণ কোষ কোনটি?
উত্তর : জাইগোট।
প্রশ্ন : ব্যাকটেরিয়া কোষের সুগঠিত কী নেই?
উত্তর : নিউক্লিয়াস।
প্রশ্ন : নিউক্লিয়াসের আকৃতি কীরূপ?
উত্তর : গোলাকার বা ডিম্বাকার
প্রশ্ন : প্রাণিকোষে নিউক্লিয়াসের অবস্থান কোথায়?
উত্তর : কোষের কেন্দ্রে।
প্রশ্ন :কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে কোন অঙ্গাণু?
উত্তর : নিউক্লিয়াস।
প্রশ্ন : উঘঅ কোথায় থাকে?
উত্তর : নিউক্লিয়াসে।
প্রশ্ন : কোষের ভিতরে ও বাইরের বিভিন্ন পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে কে?
উত্তর : কোষঝিলিস্ন
প্রশ্ন :উদ্ভিদ কোষের চারদিকে শক্ত আবরণকে কী বলে?
উত্তর : কোষপ্রাচীর।
প্রশ্ন : উদ্ভিদ কোষকে আকৃতি প্রদান করে কে?
উত্তর : কোষপ্রাচীর।
প্রশ্ন : প্রাণিকোষে কী থাকে না?
উত্তর : কোষপ্রাচীর।
প্রশ্ন : উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কী?
উত্তর :সেলুলোজ।
প্রশ্ন : কাঠের প্রধান উপাদান কী?
উত্তর :সেলুলোজ।
প্রশ্ন :কোষ-গহ্বরে কীসের অভাব হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে?
উত্তর : পানি।
প্রশ্ন :প্রাণবন্ত গ্রহ বলা হয় কাকে?
উত্তর : পৃথিবীকে।
প্রশ্ন : উদ্ভিদ সূর্যালোক থেকে কী শোষণ করে থাকে?
উত্তর : শক্তি।
প্রশ্ন : ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর :সুইডিশ।
প্রশ্ন : জীবের নাম ও শ্রেণিকরণের পদ্ধতি তৈরি করেছিলেন কোন বিজ্ঞানী?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস।
প্রশ্ন : শ্রেণিবিন্যাসের ক্ষুদ্রতম একক কী?
উত্তর : প্রজাতি।
প্রশ্ন : গণ-এর উপরের ধাপকে কী বলা হয়?
উত্তর : গোত্র।
প্রশ্ন : কুকুর কোন বর্গের প্রাণী?
উত্তর : ঈধৎহরাড়ৎধ.
প্রশ্ন : সবচেয়ে বিস্তৃত এবং বৃহত্তম ধাপের নাম কী?
উত্তর : রাজ্য।
প্রশ্ন : শ্রেণিবিন্যাস মোট কয়টি রাজ্য দ্বারা গঠিত?
উত্তর : ছয়টি।
প্রশ্ন : ঠরৎঁং অর্থ কী?
উত্তর : গ্রাসকারী।
প্রশ্ন : গৃহপালিত বিড়ালের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : ঋবষরং পধঃঁং.
প্রশ্ন : অধিকাংশ জীবের বৈজ্ঞানিক নাম কোন ভাষা থেকে উদ্ধৃত হয়েছে?
উত্তর :ল্যাটিন।
প্রশ্ন :ঈড়ৎহ শব্দের অর্থ কী?
উত্তর :মাংস।
প্রশ্ন :কোন বিজ্ঞানী জীবের শ্রেণিবিন্যাস করেন?
উত্তর :ক্যারোলাস লিনিয়াস
প্রশ্ন :এককোষী জীব কাকে বলে?
উত্তর :যেসব জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি তাদের এককোষী জীব বলে। যেমন্ত ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়