জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
দ্বিতীয় পানিপথের যুদ্ধ
প্রশ্ন : 'তিনি ছিলেন বিচক্ষণা, ন্যায়পরায়ণা, দয়াবতী, প্রজাহিতৈষিণী, বিদুষী, সমরকুশলা ও রাজোচিত গুণসম্পন্ন।' কার সম্পর্কে এ কথা ঐতিহাসিক মিনহাজ-উস-সিরাজ বলেছিলেন? উত্তর :রাজিয়া সুলতানা প্রশ্ন :ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? উত্তর :শেরশাহের হিন্দু সেনাপতি প্রশ্ন :শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর :কর্ণসুবর্ণ প্রশ্ন :হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর :মানসিংহ প্রশ্ন :বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কী? উত্তর :গোপাল প্রশ্ন : কতজন মন্ত্রী শিবাজীকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন? উত্তর :আটজন প্রশ্ন :শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কী? উত্তর :গুরু গোবিন্দ সিংহ প্রশ্ন :চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কী? উত্তর :সন্ন্যাস প্রশ্ন :বিক্রমাঙ্কচরিতের রচয়িতা কে? উত্তর : বিলহন প্রশ্ন : আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কী ছিল? উত্তর : মালিক কাফুর প্রশ্ন : শৈলেন্দ্র বংশের স্থাপত্যশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কী? উত্তর : বরবুদরের মন্দির প্রশ্ন :বাংলা সাহিত্যের উন্নতিকল্পে কোন সুলতানের পৃষ্ঠপোষকতা স্মরণীয়? উত্তর :আলাউদ্দীন হুসেন শাহ প্রশ্ন :কনিষ্কের রাজধানীর নাম কী? উত্তর :পুরুষপুর প্রশ্ন :দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের সৈন্যবাহিনী হিমুকে পরাজিত করে। হিমু কার সেনাপতি ছিলেন? উত্তর :আদিল শাহ প্রশ্ন :রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম কী? উত্তর :ইলোরার কৈলাশনাথ মন্দির প্রশ্ন :পালযুগে বৌদ্ধ ধর্মশাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পন্ডিত কে ছিলেন? উত্তর :অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর প্রশ্ন : রাজ্যাভিষেকের পরেই কে 'আলমগীর' উপাধি গ্রহণ করেন? উত্তর :আরঙ্গজেব প্রশ্ন :শেরশাহ কত বছর রাজত্ব করেছিলেন? উত্তর :পাঁচ