জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
অ্যাঞ্জেলা মার্কেল
প্রশ্ন : বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়- উত্তর : ১৯৬১ সালে প্রশ্ন : বার্লিন প্রাচীর ভাঙা হয়- উত্তর : ১৯৮৯ সালে প্রশ্ন : বার্লিন প্রাচীর নির্মাণ করে- উত্তর : পূর্ব জার্মানি প্রশ্ন : দুই জার্মানি একত্রিত হয়- উত্তর : ৩ অক্টোবর, ১৯৯০ সালে প্রশ্ন : জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর- উত্তর : অ্যাঞ্জেলা মার্কেল প্রশ্ন : বার্লিন দেয়ালে নির্মিত গেইটের নাম ছিল- উত্তর : ব্রান্ডেডবার্গ গেইট প্রশ্ন : হিটলারের রাজনৈতিক দলের নাম- উত্তর : নাৎসি প্রশ্ন : হিটলারের গোপন পুলিশ বাহিনী পরিচিত ছিল- উত্তর : গোস্টাপো নামে প্রশ্ন : হিটলার জন্মগ্রহণ করেন- উত্তর : অস্ট্রিয়া প্রশ্ন : হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম- উত্তর : গু ঝঃৎঁমমষব ও গবরহ কধসঢ়. প্রশ্ন : জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল- উত্তর : কাইজার প্রশ্ন : 'রুশ বিপস্নব' বা বলশেভিক বিপস্নব সংঘটিত হয়- উত্তর : ১৯১৭ সালে প্রশ্ন : রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল- উত্তর : জার প্রশ্ন : জার শাসনের অবসান ঘটে- উত্তর : ১৯১৭ সালে প্রশ্ন : সাড়া জাগানো রুশ বিপস্নবের স্থায়িত্বকাল ছিল- উত্তর : ১০ দিন প্রশ্ন : উন্নয়নে 'পঞ্চবার্ষিকী পরিকল্পনার' প্রবর্তক- উত্তর : স্ট্যালিন প্রশ্ন : ১৯১৭ সালে সংগঠিত রুশ বিপস্নবের নেতৃত্ব দেন- উত্তর : লেনিন প্রশ্ন : টটোস্কি নেতা ছিলেন- উত্তর : রাশিয়ার প্রশ্ন : 'গস্নাসনস্ত' ও পেরেস্ত্রইকা'নীতির প্রবক্তা- উত্তর : মিখাইল গর্বাচেভ প্রশ্ন : 'গস্নাসনস্ত' ও পেরেস্ত্রইকা'নীতি ঘোষণা করা হয়- উত্তর : ১৯৮৫ সালে প্রশ্ন : সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়- উত্তর : ২১ ডিসেম্বর, ১৯৯১ প্রশ্ন : সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত হয়- উত্তর : ১৫টি রাষ্ট্র