জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস উত্তোলন করা হয়? উত্তর:১৯৫৭ সালে। প্রশ্ন:পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কত গুণ বড়? উত্তর:১৩ লাখ গুণ। প্রশ্ন:ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে? উত্তর:ছায়াবৃত্ত। প্রশ্ন:পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন কত? উত্তর:শূন্য। প্রশ্ন:কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়? উত্তর:জার্মানি। প্রশ্ন:মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে? উত্তর:২৩ জোড়া। প্রশ্ন:ভয় পেলে গায়ের লোম খাঁড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে? উত্তর:অ্যাডরেনালিন। প্রশ্ন:জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর:পানির সেচ। প্রশ্ন:অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? উত্তর:ইথিলিন। প্রশ্ন:ইথানল জীবাণুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায়? উত্তর:এসিটিক এসিড। প্রশ্ন:সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্য কোনটি? উত্তর:ডাব। প্রশ্ন:মানবদেহে কতটি হাড় আছে? উত্তর:২০৬টি। প্রশ্ন:রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে? উত্তর:ক্যালসিয়াম। প্রশ্ন:বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি? উত্তর:নাইট্রোজেন। প্রশ্ন:কোনটি ম্যানগ্রোভ বন? উত্তর:সুন্দরবন। প্রশ্ন:গ্যালিলিও কী? উত্তর:পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। প্রশ্ন:কার্পাস তুলা থেকে কোন তন্তুটি পাওয়া যায়? উত্তর:অ্যাসবেসটস। প্রশ্ন:বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন? উত্তর:বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। প্রশ্ন:গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? উত্তর:ফাইলেরিয়া ক্রিমি।