শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-১২

১. বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে বিশ্বের সুনাম কুড়িয়েছে। এর শান্তিরক্ষা বাহিনী জাতিসংঘের কোন শাখার অধীনে?

ক. সাধারণ পরিষদ খ. অছি পরিষদ

গ. নিরাপত্তা পরিষদ ঘ. সচিবালয়

উত্তর :গ. নিরাপত্তা পরিষদ

২. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রতিবছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। ফলে এ দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়। এ ক্ষেত্রে কোন সংস্থার নিকট থেকে আমরা সহযোগিতা পেয়ে থাকি?

ক. ইউনেস্কো খ. ইউএনডিপি

গ. খাদ্য ও কৃষি সংস্থা ঘ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উত্তর :গ. খাদ্য ও কৃষি সংস্থা

৩. বাংলাদেশের সাথে মিয়ানমারের সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল। এ ধরনের বিভিন্ন বিরোধ মীমাংসার জন্য বাংলাদেশের করণীয় হলো-

ক. অছি পরিষদে মামলা করা

খ. নিরাপত্তা পরিষদে মামলা করা

গ. সাধারণ পরিষদে মামলা করা

ঘ. আন্তর্জাতিক আদালতে মামলা করা

উত্তর :ঘ. আন্তর্জাতিক আদালতে মামলা করা

৪. বাংলাদেশ কোন সংস্থার নিকট থেকে শিক্ষা, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নে আর্থিক সহায়তা পেয়ে থাকে?

ক. বিশ্ব স্বাস্থ্য সংস্থা খ. বিশ্বব্যাংক

গ. ইউনেস্কো ঘ. ইউনিসেফ

উত্তর :খ. বিশ্বব্যাংক

৫. খাসিয়াদের এলাকায় একটি সংস্থা শিশু উন্নয়নের কাজ করে। এ ক্ষেত্রে কোন নামটি গ্রহণযোগ্য?

ক. ইউনিসেফ খ. ইউনেস্কো

গ. ইউএনডিপি ঘ. সার্ক

উত্তর :খ. ইউনেস্কো

৬. বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে বিশ্বের সুনাম অর্জন করেছে। এই শান্তিরক্ষা বাহিনী জাতিসংঘের কোন শাখার অধীন?

ক. সাধারণ পরিষদ খ. সচিবালয়

গ. অছি পরিষদ ঘ. নিরাপত্তা পরিষদ

উত্তর :ঘ. নিরাপত্তা পরিষদ

৭. বাংলাদেশের সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুরসহ প্রত্নতাত্ত্বিক নির্দশন রক্ষায় কোন সংস্থা সহযোগিতা করছে?

ক. সার্ক খ. জাতিসংঘ

গ. ইউএনডিপি ঘ. ইউনেস্কো

উত্তর :ঘ. ইউনেস্কো

৮. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দশটি দেশকে নির্বাচন করে। এ সকল অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর?

ক. দুই বছর খ. এক বছর

গ. তিন বছর ঘ. পাঁচ বছর

উত্তর :ক. দুই বছর

৯. বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে দায়িত্ব পালন করে বিশ্বে সুনাম কুড়িয়েছে?

ক. নিষ্ঠা ও দ্রম্নততার সাথে খ. ধৈর্য ও বীরত্বের সাথে

গ. নিষ্ঠা ও সাহসিকতার সাথে ঘ. ধৈর্য ও ঐকান্তিকতার সাথে

উত্তর :গ. নিষ্ঠা ও সাহসিকতার সাথে

১০. একটি রাষ্ট্রে শান্তি ফিরিয়ে আনার জন্য নিরাপত্তা পরিষদ কীভাবে ভূমিকা পালন করে?

ক. সামরিক শক্তির ব্যবহার করে খ. সচিব নিয়োগ করে

গ. বোমা বর্ষণ করে ঘ. গৃহযুদ্ধ লাগিয়ে

উত্তর :ক. সামরিক শক্তির ব্যবহার করে

১১. বিশ্বের দেশগুলোর জন্য কী প্রয়োজন বলে তুমি মনে কর?

ক. ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব খ. বন্ধুত্ব ও সহযোগিতা

গ. সম্প্র্রীতি ও সহযোগিতা ঘ. ভ্রাতৃত্ব ও সম্প্রীতি

উত্তর :ক. ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব

১২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে কেন?

ক. কৃষি উন্নয়ন খ. শিল্প উন্নয়ন

গ. স্বাস্থ্য উন্নয়ন ঘ. জলবায়ু নিয়ে কাজ করতে

উত্তর :গ. স্বাস্থ্য উন্নয়ন

১৩. জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা রয়েছে। তন্মধ্যে নিচের কোন সংস্থাটি বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে?

ক. ইউএনডিপি খ. ইউনিসেফ

গ. ইউনেস্কো ঘ. ইউএনএফপিএ

উত্তর:খ. ইউনিসেফ

১৪. ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়েছে কেন?

ক. শিশু অধিকার রক্ষায় খ. পরিবেশ উন্নয়নে

গ. নারী অধিকার রক্ষায় ঘ. যুদ্ধ বন্ধ করতে

উত্তর :খ. পরিবেশ উন্নয়নে

১৫. ২০০৬ সালেও দেশটি সার্কের সদস্য ছিল না। বর্তমানে সদস্য। এই সদস্য রাষ্ট্র কোনটি?

ক. বাংলাদেশ খ. ভারত

গ. নেপাল ঘ. আফগানিস্তান

উত্তর :ঘ. আফগানিস্তান

১৬. আফগানিস্তান একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য রাষ্ট্র। এ সংস্থাটি গঠিত হয় কোন তারিখে?

ক. ৮ ডিসেম্বর খ. ৯ ডিসেম্বর

গ. ১০ ডিসেম্বর ঘ. ৯ই মার্চ

উত্তর :ক. ৮ ডিসেম্বর

১৭. ঋঅঙ-এর সদর দপ্তর দেখতে হলে আরিফকে কোন দেশে যেতে হবে?

ক. ডেনমার্ক খ. জার্মান

গ. ইতালি ঘ. কানাডা

উত্তর :গ. ইতালি

১৮. বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?

ক. ১৯৭১ খ. ১৯৭২

গ. ১৯৭৩ ঘ. ১৯৭৪

উত্তর :ঘ. ১৯৭৪

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে