জানার আছে অনেক কিছু

ইউরি আলেক্সেইভিচ্‌ গাগারিন (৯ মার্চ ১৯৩৪ হতে ২৭ মার্চ ১৯৬৮) একজন সোভিয়েত বৈমানিক এবং নভোচারী। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেন, তিনি ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ এপ্রিল, পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইউরি গ্যাগারিন
প্রশ্ন: কাঁচ কি দিয়ে তৈরি? উত্তর: ঝর০২, যার অন্য নাম সিলিকা। প্রশ্ন: লাফিং গ্যাস কি? উত্তর: ঘড়২ প্রশ্ন: কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? উত্তর: রেডন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। প্রশ্ন: কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? উত্তর: প্রস্বেদন রোধ করার জন্য। প্রশ্ন: এইডস রোগ দেহের কোন কণিকা ধ্বংস করে? উত্তর:শ্বেত কনিকা। প্রশ্ন:তাপে কোন ভিটামিন নষ্ট হয়? উত্তর:ভিটামিন সি। প্রশ্ন:বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন? উত্তর: ড. আবদুলস্নাহ আল মুতী। প্রশ্ন: ক্লোনিংয়ের মাধ্যমে জন্ম নেওয়া সর্বপ্রথম ভেড়ার নাম কি? উত্তর:ডলি। প্রশ্ন:ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? উত্তর:গলা। প্রশ্ন:যানবাহনের কালো ধোঁয়া কীভাবে পরিবেশ দূষিত করে? উত্তর:বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। প্রশ্ন: উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি? উত্তর:৯টি। প্রশ্ন: বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত? উত্তর: সাভারে। প্রশ্ন: কোনটি থেকে ঈঋঈ নির্গত হয় না? উত্তর:কাগজের মিল। প্রশ্ন:কোথায় দিন-রাত্রি সমান? উত্তর:নিরক্ষরেখায়। প্রশ্ন: কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন? উত্তর: ইউরি গ্যাগারিন। প্রশ্ন: মানুষ প্রথম কবে চন্দ্রে অবতরণ করেন? উত্তর:২১ জুলাই, ১৯৬৯। প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না? উত্তর:লাল, নীল, সবুজ। প্রশ্ন:কোন পদার্থের জন্য ফুল রঙ্গিন ও সুন্দর হয়? উত্তর:ক্রোমোপস্নাস্ট। প্রশ্ন: সুনামির প্রধান কারণ কী? উত্তর:সমুদ্র তলদেশে ভূমিকম্প। প্রশ্ন:বর্ণালী ও শুভ্রা কি? উত্তর:উন্নত জাতের ভুট্টা। প্রশ্ন:রূপালী ও ডেলফোজ কী? উত্তর:উন্নত জাতের তুলা।