বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায় ১১

২২. বিনয় ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামে বাস করেন। বিনয় কোন ধর্মের অনুসারী?

ক. সাংসারক খ. সনাতন

গ. খ্রিষ্ট ঘ. বৌদ্ধ

উত্তর : খ. সনাতন

২৩. বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, হালুয়াঘাটে কোন উপজাতি সম্প্রদায়ের বসবাস?

ক. গারো খ. খাসি

গ. ম্রো ঘ. ত্রিপুরা

উত্তর : ক. গারো

২৪. পাংখুয়া উবস্নাই নাংথউ-এর পূজা করে। তার ভাষার নাম কী?

ক. মনপুরা খ. মনেপড়ে

গ. মনখেমে ঘ. মনযেয়ে

উত্তর : গ. মনখেমে

২৫. কোন ক্ষুদ্র জাতিসত্তার মেয়েরা 'কাজিম পিন' নামক বস্নাউজ ও লুঙ্গি পরে?

ক. খাসি খ. ম্রো

গ. গারো ঘ. ত্রিপুরা

উত্তর : ক. খাসি

২৬. ওঁরাওদের প্রধান খাবার কোনটি?

ক. মাছ খ. খিচুরি

গ. ভাত ঘ. রুটি

উত্তর :গ. ভাত

২৭. 'ওয়াংগালা' কাদের প্রধান উৎসবের নাম?

ক. খাসি খ. গারো

গ. ম্রো ঘ. ত্রিপুরা

উত্তর : খ. গারো

২৮. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?

ক. দকবান্দা খ. লুঙ্গি

গ. কাজিম পিন ঘ. ওয়াংলাই

উত্তর : ক. দকবান্দা

২৯. ওঁরাওদের গ্রাম প্রধান কী নামে পরিচিত?

ক. হেডম্যান খ. কারবারি

গ. রোয়াজা ঘ. মাহাতো

উত্তর : ঘ. মাহাতো

৩০. খাসিরা সাধারণত কীভাবে জীবিকা নির্বাহ করে?

ক. কৃষিকাজ করে খ. মাছ চাষ করে

গ. গবাদি পশু পালন করে ঘ. ব্যবসা-বাণিজ্য করে

উত্তর : ক. কৃষিকাজ করে

৩১. গারোরা কোথায় বসবাস করে?

ক. ময়মনসিংহ খ. মাগুরা

গ. পটুয়াখালী ঘ. বাগেরহাট

উত্তর : ক. ময়মনসিংহ

৩২. 'সালজং' কিসের প্রতীক?

ক. সমুদ্রের খ. নদীর

গ. পাহাড়ের ঘ. সূর্যের

উত্তর : ঘ. সূর্যের

৩৩. কারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করে?

ক. গারোরা খ. খাসিরা

গ. চাকমারা ঘ. ম্রোরা

উত্তর : খ. খাসিরা

৩৪. ত্রিপুরারা তাদের দলকে কী বলে?

ক. রয়া খ. রিফা

গ. দফা চ ঘ. ক্রামা

উত্তর : গ. দফা

৩৫. 'কুড়ুখ' কী?

ক. খাবার খ. পোশাক

গ. জাতি ঘ. ভাষা

উত্তর :ঘ. ভাষা

৩৬. বাংলাদেশের কোন এলাকায় ক্ষুদ্র জাতিসত্তা নেই?

ক. ময়মনসিংহ খ. দিনাজপুর

গ. রংপুর ঘ. খুলনা

উত্তর : ঘ. খুলনা

৩৭. বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী?

ক. মাতৃতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক

গ. ব্যক্তিতান্ত্রিক ঘ. পিতৃতান্ত্রিক

উত্তর : ঘ. পিতৃতান্ত্রিক

৩৮. 'নকমান্দি' কাদের বাড়ি?

ক. গারো খ. খাসি

গ. ম্রো ঘ. ত্রিপুরা

উত্তর : ক. গারো

৩৯. 'কাজিম পিন' কোন জাতিসত্তার মেয়েদের পোশাক?

ক. গারো খ. খাসি

গ. ওঁরাও ঘ. ত্রিপুরা

উত্তর :খ. খাসি

৪০. কোন জাতিসত্তার প্রধান উৎসবের নাম ওয়াংগালা?

ক. গারো খ. খাসিয়া

গ. হাজং ঘ. বম

উত্তর : ক. গারো

৪১. ত্রিপুরা নারীদের পোশাকের কোন অংশকে রিসা বলা হয়?

ক. উপরের খ. নিচের

গ. মাঝের ঘ. শেষের

উত্তর :খ. নিচের

৪২. ওঁরাওদের বসবাস-

ক. বৃহত্তর খুলনা অঞ্চলে

খ. বৃহত্তর রাজশাহী অঞ্চলে

গ. বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে

ঘ. বৃহত্তর বরিশাল অঞ্চলে

উত্তর :খ. বৃহত্তর রাজশাহী অঞ্চলে

৪৩. বাংলাদেশের গারোরা কোন ভাষায় কথা বলে?

ক. আচিক খ. মনখেমে

গ. আরাকানি ঘ. ফুলাবারেং

উত্তর : ক. আচিক

৪৪. কোন সমাজে মেয়েরা পরিবার ও সমাজে কর্তৃত্ব করে?

ক. ম্রো ও ত্রিপুরা খ. গারো ও খাসি

গ. চাকমা ও ওঁরাও ঘ. মারমা ও সূর্যবংশী

উত্তর :খ. গারো ও খাসি

৪৫. গারোদের আদি ধর্মের নাম কী?

ক. উবস্নাই নাংথউ খ. তোরাই

গ. সাংসারেক ঘ. ধরমেশ

উত্তর : গ. সাংসারেক

৪৬. গারোদের সমাজ কিরূপ?

ক. পিতৃতান্ত্রিক খ. মাতৃতান্ত্রিক

গ. বড়ভাই প্রধান ঘ. বড় বোন প্রধান

উত্তর :খ. মাতৃতান্ত্রিক

৪৭. গারোরা অধিকাংশই কোন ধর্মাবলম্বী?

ক. ইসলাম খ. হিন্দু

গ. খ্রিষ্ট ঘ. বৌদ্ধ

উত্তর :গ. খ্রিষ্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে