ডুয়েটে সেমিনার

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) 'হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস্‌' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ৩১ অক্টোবর এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। টেকনিক্যাল সেশনে কী-নোট স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ন্যানো-ম্যাটেরিয়ালস্‌ অ্যান্ড এনার্জি টেকনোলজি রিসার্চ সেন্টারের হেড ও ডিসটিন্‌গুইজ রিসার্চ প্রফেসর ড. মো. সাইদুর রহমান। মেকানিক্যাল বিভাগের প্রভাষক সাইফুলস্নাহ মাহমুদের সঞ্চালনায় সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।