শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে কে?

উত্তর: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে লিউকোপস্নাস্ট।

প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় থাকে?

উত্তর: পস্নীহাতে।

প্রশ্ন: অগ্নাশয় নিঃসৃত রসকে কী বলে?

উত্তর: ট্রিপসিন।

প্রশ্ন: নিউমোনিয়া কি জনিত রোগ?

উত্তর: ব্যাকটেরিয়া

প্রশ্ন: স্নায়ুতন্ত্রের একক কী?

উত্তর: নিউরন।

প্রশ্ন: ভাইরাস জনিত রোগ কোনটি?

উত্তর: জন্ডিস, এইডস ও চোখ ওঠা ইত্যাদি।

প্রশ্ন: কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়?

উত্তর: এডিস এজিপটাই।

প্রশ্ন: প্রাণিজগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?

উত্তর: জেনেটিক/ বংশগতি বিদ্যা/ জীনতত্ত্ব।

প্রশ্ন:একটি মাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয় কেন?

উত্তর: সব জীবের আদিপুরুষ এককোষী ছিল বলে।

প্রশ্ন: প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?

উত্তর: ইভোলিউশন।

প্রশ্ন: জেনেটিক্স বা বংশগতির জনক কে?

উত্তর: মেন্ডেল।

প্রশ্ন: টিউমার বা ক্যানসারের কোষগুলো কী রকম?

উত্তর: অস্বাভাবিক।

প্রশ্ন: ডিএনএ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?

উত্তর: ওয়াটসন ও ক্রিক।

প্রশ্ন: ডিএনএ কী?

উত্তর: একটি নিউক্লিক এসিড।

প্রশ্ন: ডিএনএ প্রথম উপস্থাপন করেন কে?

উত্তর: ফ্রেডরিক মাসচার।

প্রশ্ন: ক্লোরোফিল কাকে বলে?

উত্তর: উদ্ভিদের ক্লোরোপস্নাস্টিডে অবস্থিত সবুজ রঙের রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল।

প্রশ্ন: ক্লোরোফিল তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কী কী?

উত্তর: ম্যাগনেসিয়াম এবং লৌহ।

প্রশ্ন: সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?

উত্তর: ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।

প্রশ্ন: হিমোগেস্নাবিন কি জাতীয় পদার্থ?

উত্তর: আমিষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে