পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
২০. সবকিছুর ঊর্ধ্বে আমরা কোনটিকে গুরুত্ব দেব? ক. পরিবারের স্বার্থকে খ. সরকারের স্বার্থকে গ. সমাজের স্বার্থকে ঘ. দেশের স্বার্থকে উত্তর :ঘ. দেশের স্বার্থকে ২১. আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে- ক. পরিবার ও রাষ্ট্রের প্রতি খ. সমাজ ও রাষ্ট্রের প্রতি গ. পরিবার ও সমাজের প্রতি ঘ. পরিবার ও নাগরিকের প্রতি উত্তর :খ. সমাজ ও রাষ্ট্রের প্রতি ২২. সমাজজীবন আরও সুন্দর হলে সমাজের সদস্যরা ভালোভাবে জীবনযাপন করতে পারবে নিচের কোনটি অনুসরণ করলে? ক. সমাজে শান্তি হয় এমন কাজ করলে খ. অসুবিধাগ্রস্ত মানুষকে সাহায্য না করলে গ. সমাজের উন্নয়নে কাজ করলে ঘ. ছোটদের ভালো না বাসলে উত্তর :গ. সমাজের উন্নয়নে কাজ করলে ২৩. রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব নয় কোনটি? ক. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা খ. আইন মেনে চলা গ. নিয়মিত কর প্রদান করা ঘ. রাষ্ট্রের কাজে সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা না করা উত্তর :ঘ. রাষ্ট্রের কাজে সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা না করা ২৪. আমরা সবাই রাষ্ট্রের কী হিসেবে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করি? ক. নেতা খ. বিচারক গ. নাগরিক ঘ. সদস্য উত্তর :গ. নাগরিক ২৫. আমরা কখন ভোট দেওয়ার অধিকার লাভ করব? ক. শিক্ষা জীবন শেষ হলে খ. চাকরি পেলে গ. বয়স ১৮ বছর হলে ঘ. যে কোনো সময় উত্তর : গ. বয়স ১৮ বছর হলে ২৬. আমরা কীসের উন্নয়নের জন্য কাজ করব? ক. সমাজের খ. নিজের গ. পরিবারের ঘ. আত্মীয়ের উত্তর : ক. সমাজের ২৭. আমরা সমাজের বিভিন্ন নিয়ম মেনে চলব কেন? ক. স্বাধীনতা রক্ষায় খ. ধর্ম পালনের জন্য গ. জীবনকে সুন্দর করতে ঘ. টাকা উপার্জনের জন্য উত্তর : গ. জীবনকে সুন্দর করতে ২৮. অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি আমরা কেমন আচরণ করব? ক. সুন্দর ব্যবহার করব খ. সহমর্মিতা ও সহযোগিতা করব গ. মিলেমিশে থাকব ঘ. ভালো খাবার দেব উত্তর : খ. সহমর্মিতা ও সহযোগিতা করব ২৯. তোমার বিদ্যালয়টি একটি মহসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয় ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে? ক. একাকী দৌড়ে খ. সবাই একযোগে হেঁটে গ. সবাই একযোগে দৌড়ে ঘ. সবাই ডানে ও বামে তাকিয়ে সাবধানে উত্তর : ঘ. সবাই ডানে ও বামে তাকিয়ে সাবধানে ৩০. তুমি তোমার বাবার সাথে স্কুলে যাওয়ার সময় দেখলে যে অনেক লোক রাস্তায় চলার নিয়ম মানছে না। তারা ওভারব্রিজ দিয়ে রাস্তা পার না হয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে? ক. অন্যদের মত দৌড়ে রাস্তা পার হবে খ. তোমার বাবা দৌড়ে এবং তুমি ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে গ. দুজনেই ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে ঘ. বাড়ি ফিরে আসবে উত্তর : গ. দুজনেই ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে ৩১. আমরা সকলে কোন সংগঠনের সদস্য? ক. সমাজের খ. দেশের গ. বাজারের ঘ. স্কুলের উত্তর : ক. সমাজের ৩২. শারমিন রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলে। এক্ষেত্রে প্রথমে তার করণীয় কী? ক. ডাক্তার ডেকে আনা খ. প্রাথমিক চিকিৎসা নেওয়া গ. কোনো ব্যবস্থা গ্রহণ না করা ঘ. হাসপাতালে যাওয়া উত্তর: খ. প্রাথমিক চিকিৎসা নেওয়া ৩৩. শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে দায়িত্ব পালন করব? ক. বিদ্যালয়ে বেতন পরিশোধ করে খ. খেলার সময় লেখাপড়া করে গ. মা-বাবার কথা মেনে চলে ঘ. মনোযোগের সাথে লেখাপড়া করে উত্তর : ঘ. মনোযোগের সাথে লেখাপড়া করে ৩৪. আমরা কীভাবে সমাজের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে পারি? ক. খাদ্য দিয়ে খ. উপদেশ দিয়ে গ. অংশগ্রহণ করে ঘ. টাকা-পয়সা দিয়ে উত্তর : গ. অংশগ্রহণ করে ৩৫. শাওন টেবিল ফ্যানের পস্নাগ লাগাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হলে তার বড় ভাই তাকে বাঁচাতে যা করে- ক. মেইন সুইচ বন্ধ করে দেয় খ. হাত দিয়ে ধাক্কা দেয় গ. কাথা দিয়ে ঝাপটে ধরে ঘ. মাথায় পানি ঢালতে থাকে উত্তর : ক. মেইন সুইচ বন্ধ করে দেয় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়