প্রশ্ন :পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর :লিয়াকত আলী খান (১৯৪৯)
প্রশ্ন :কত সালে 'আওয়ামী মুসলিম লিগ' থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়?
উত্তর :১৯৫৫ সালে
প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কি ছিল?
উত্তর :রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
প্রশ্ন : গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসাদ কবে নিহত হ?
উত্তর :১৯৬৯ সালের ২০ জানুয়ারি
প্রশ্ন: যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলে?
উত্তর: প্যাথজেনিক।
প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের।
প্রশ্ন: ইনফেকশন কী?
উত্তরঃ সংক্রমণ।
প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?
উত্তর: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা প্রায় ছয় লাখ কোটি থেকে ১০ লাখ কোটি পর্যন্ত হতে পারে।
প্রশ্ন: অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার ও কী কী?
উত্তর: দুই প্রকার, দেহ কোষ এবং জনন কোষ।
প্রশ্ন: জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
উত্তর: গামা রশ্মি।
প্রশ্ন: শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে দরকার কী কী?
উত্তর: স্বীকৃতি, স্নেহ এবং সাফল্য।
প্রশ্ন: কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর: ট্রিপসিন।
প্রশ্ন: শর্করা জাতীয় খাদ্য হজমে কোনটি সাহায্য করে?
উত্তর:টায়ালিন।
প্রশ্ন: কিসের কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়?
উত্তর:ক্রোমোপস্নাস্টের কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়।
প্রশ্ন: জীববিজ্ঞান মানে কি?
উত্তর: জীববিজ্ঞান (ইরড়ষড়মু) বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন-সংক্রান্ত গবেষণা করা হয়। তাদের গঠন, বৃদ্ধি, বিবর্তন, শ্রেণিবিন্যাসবিদ্যার আলোচনাও এর অন্তর্ভুক্ত।
প্রশ্ন:জীববিজ্ঞানের জনক কে?
উত্তর:এরিস্টটল।