পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
অধ্যায়-৯ ১. স্কুল মাঠে ফুটবল খেলার সময় তোমার একজন বন্ধু সামান্য আঘাত পেয়েছে। তুমি তখন কী করবে? ক. তাকে প্রাথমিক চিকিৎসা দেব খ. তাকে বাড়ি পাঠিয়ে দেব গ. শিক্ষককে বিষয়টি জানাব ঘ. তাকে হাসপাতালে নিয়ে যাব উত্তর :ক. তাকে প্রাথমিক চিকিৎসা দেব ২. অপরিচিত ব্যক্তি তোমাকে কিছু খেতে দিলে তুমি কী করবে? ক. ছোট ভাইকে নিয়ে খাব খ. কৌশলে এড়িয়ে যাব গ. খাবারটি অন্য শিশুকে দেব ঘ. বন্ধুদেরকে নিয়ে খাব উত্তর :খ. কৌশলে এড়িয়ে যাব ৩. বিদ্যালয়ের আসবাবপত্র ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন কেন? ক. এটি আমাদের দায়িত্ব খ. শিক্ষককে খুশি করার জন্য গ. পিতা-মাতাকে খুশি করার জন্য ঘ. শিক্ষার প্রসার ঘটানোর জন্য উত্তর :ক. এটি আমাদের দায়িত্ব ৪. তোমার বয়স ১০ বছর। আর কত বছর পর তুমি ভোট দিতে পারবে? ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯ উত্তর :গ. ৮ ৫. স্কুলের মাঠে খেলতে গিয়ে তোমার বোন গুরুতর আঘাত পেয়েছে। তুমি কী করবে? ক. ঝাঁড়ফুক দেয়া লোকের কাছে নিয়ে যাব খ. আমি নিজেই তার চিকিৎসার চেষ্টা করব গ. তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব ঘ. প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারের কাছে নেব উত্তর :ঘ. প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারের কাছে নেব ৬. তোমার এক সহপাঠী স্কুলে টিফিন আনতে ভুলে গেছে। তুমি কী করবে? ক. তাকে প্রতিদিন টিফিন আনতে বলব খ. নিজ টিফিন তার সাথে ভাগ করে খাব গ. নিজ টিফিন খেয়ে নেব ঘ. বিষয়টি এড়িয়ে যাব উত্তর :খ. নিজ টিফিন তার সাথে ভাগ করে খাব ৭. রাস্তা পারাপারের জন্য আইন মেনে চলার প্রধান কারণ- ক. যানজট এড়ানো খ. দুর্ঘটনা এড়ানো গ. জরিমানা এড়ানো ঘ. দ্রম্নত রাস্তা পার হওয়া উত্তর :খ. দুর্ঘটনা এড়ানো ৮. তুমি ও তোমার ছোটভাই বাড়িতে বসে আছ, সে সময়ে তোমার ছোটভাই এর ডায়রিয়া শুরু হলো। তুমি সর্বপ্রথম কী করবে? ক. হাসপাতালে নিয়ে যাব খ. ওরস্যালাইন খেতে দেব গ. প্রতিবেশীদের খবর দেব ঘ. পিতা-মাতাকে খবর দেব উত্তর : খ. ওরস্যালাইন খেতে দেব ৯. তোমার প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা বর্তমানে অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল। এখন তুমি কী করবে? ক. বিষয়টি এড়িয়ে যাব খ. সাহায্যের উদ্যোগ নেব গ. শিক্ষকের সাহায্য চাইব ঘ. নিজ বাড়িতে নিয়ে আসব উত্তর :খ. সাহায্যের উদ্যোগ নেব ১০. তোমার একজন বন্ধু প্রাথমিক সমাপনী পরীক্ষায় তোমার চেয়ে বেশি নম্বর পেয়েছে। তুমি কী করবে? ক. তাকে বকা দেব খ. তাকে ঈর্ষা করব গ. তাকে বিদ্রূপ করব ঘ. তাকে অভিনন্দিত করব উত্তর :ঘ. তাকে অভিনন্দিত করব ১১. একজন নাগরিক কীভাবে শাসন কাজে অংশগ্রহণ করেন? ক. ভোটদানের মাধ্যমে খ. শিক্ষা লাভের মাধ্যমে গ. কর প্রদানের মাধ্যমে ঘ. দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে উত্তর :ক. ভোটদানের মাধ্যমে ১২. প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখার প্রধান কারণ হলো- ক. আমরা একই এলাকায় বাস করি বলে খ. আমাদের ব্যবহার ভালো হওয়া উচিত বলে গ. তাদের সাথে আমাদের প্রতিদিন দেখা হয় বলে ঘ. আমরা অসুবিধায় পড়লে তারা এগিয়ে আসেন বলে উত্তর :ঘ. আমরা অসুবিধায় পড়লে তারা এগিয়ে আসেন বলে ১৩. তোমার বিদ্যালয়ে যাতায়াতের পথে একটা সাঁকো ভেঙে গেছে। এক্ষেত্রে তুমি কী করবে? ক. অন্য বিদ্যালয়ে যাব খ. বড়দের সহায়তায় মেরামত করব গ. বিকল্প পথে বিদ্যালয়ে যাব ঘ. মেরামতের জন্য নিজেই অর্থ সংগ্রহ করব উত্তর :খ. বড়দের সহায়তায় মেরামত করব ১৪. দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত? ক. সৎ ও যোগ্য ব্যক্তি খ. ধনী ও নামকরা ব্যক্তি গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তি উত্তর :ক. সৎ ও যোগ্য ব্যক্তি ১৫. রাস্তায় চলার সময় একজন অপরিচিত ব্যক্তি চকোলেট দিয়ে তোমার সাথে খাতির জমাতে চাইল। তুমি কী করবে? ক. আমি চকোলেটটি নেব খ. আমি চকোলেটটি নেব না গ. আমি চকোলেটটি ফেলে দেব ঘ. আমি চকোলেটি নেব এবং পরে খাব উত্তর :খ. আমি চকোলেটটি নেব না ১৬. তুমি দেশসেবার জন্য তোমাকে প্রস্তুত করতে চাও। সেক্ষেত্রে তোমাকে কীভাবে প্রস্তুত করবে? ক. অর্থ উপার্জন করব খ. অন্যকে সাহায্য করব গ. পিতা-মাতাকে কাজে সাহায্য করব ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব উত্তর : ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব ১৭. রাসেলের মা প্রতিদিন রাসেলের স্কুল ছুটির পর নিয়ে আসে। হঠাৎ একদিন রাসেলের মায়ের আসতে দেরি হলে রাসেলের করণীয় কী? ক. একটি বাসায় যাওয়া খ. খেলতে যাওয়া গ. অন্য কারো সাথে যাওয়া ঘ. মায়ের জন্য অপেক্ষা উত্তর :ঘ. মায়ের জন্য অপেক্ষা ১৮. বাবুল সাহেব প্রত্যেক নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রের কোন কাজে অংশগ্রহণ করেন? ক. বিচার কাজে খ. সামাজিক কাজে গ. শাসন কাজে ঘ. নিরাপত্তার কাজে উত্তর :গ. শাসন কাজে ১৯. রাস্তাঘাটে চলাচলের সময় আমাদের কী করা উচিত? ক. রাস্তার মাঝপথ দিয়ে হাঁটা খ. সংকেত অনুসরণ না করা গ. জেব্রাক্রসিং ব্যবহার না করা ঘ. ফুটপাথ ব্যবহার করা উত্তর : ঘ. ফুটপাথ ব্যবহার করা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়