ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুশীলন

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

হাবিবুর রহমান বাপ্পা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
দশম অধ্যায় যকৃত বা লিভার :যকৃত পিত্তরস তৈরি করে খাদ্য পরিপাকে অংশ নেই, চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে এবং রক্তে গস্নুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয় : অগ্ন্যাশয়রসে বিদ্যমান এনজাইম শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। এছাড়াও রক্তের গস্নুকোজ নিয়ন্ত্রণকারী নিঃসৃত করে। তৃতীয় ও চতুর্থ সেশন এই সেশনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কাজেই সেশন শুরু হওয়ার আগেই নিজের দলের সকল প্রস্তুতি নিয়ে নাও। তোমাদের দলের যুক্তিগুলো সাজিয়ে নাও, কীভাবে অন্যদের বোঝাবে যে মানুষের সারা শরীরে তোমরাই সবচেয়ে জরুরি অঙ্গ। উত্তর : ১) হৃৎপিন্ড দলের নাম :হৃৎপিন্ড নির্ধারিত অঙ্গের বর্ণনা : হৃৎপিন্ড বক্ষ গহ্‌বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাপা অঙ্গ। এটি হৃদপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিন্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। হৃৎপিন্ড -প্রাচীরে থাকে তিনটি স্তর, বহির বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। কোনো তন্ত্রের অংশ? এই তন্ত্র শরীরে কী কী কাজ করে। এটি সংবহনতন্ত্রের অংশ। হৃৎপিন্ড, রক্ত এবং রক্তনালিগুলোর সমন্বয়ে গঠিত হয় সংবহনতন্ত্র। শরীরের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া বর্জ্য সংগ্রহ করার পাশাপাশি আমাদের শরীরের তাপমাত্রা, সবসময় যে একই থাকে (জ্বর ছাড়া) তা নির্ণয় করে। কেন সবচেয়ে বেশি দরকারি অঙ্গ? মানব শরীরে অন্যন্য সকল অঙ্গাণুর তুলনায় হৃৎপিন্ড সবচেয়ে বেশি দরকারি অঙ্গ। কারণ প্রাণের অস্তিত্বের শুরুতেই যে অম্স্নাণুর উৎপত্তি হয় তা হলে হৃৎপিন্ড। পিন্ডের স্পন্দনের মাধ্যমেই আমরা প্রাণের উপস্থিতি বুঝতে পারি। এ স্পন্দন একবার শুরু হলে মৃতু্যর মাধ্যমেই এর সমাপ্তি ঘটে। অর্থাৎ হৃদস্পন্দন যতক্ষন চলে ততোক্ষণ পর্যন্ত প্রাণীকে জীবিত বলা হয়। আর যখনই হৃৎস্পন্দন একেবারে বন্ধ হয়ে যায় তখনই প্রাণীকে মৃত বলে ঘোষণা করা হয়। এ কারণেই হৃৎপিন্ডকে সবচেয়ে বেশি দরকারি অংশ বলা হয়। ২) ফুসফুস দলের নাম :ফুসফুস নির্ধারিত অঙ্গের বর্ণনা : এটি দুই ভাজবিশিষ্ট একটি পর্দা দ্বারা আবৃত থাকে। যার নাম পস্নুরা। এটি দেখতে কচুপাতা আকৃতির। এটি অসংখ্য রক্ত জালিকা ও রক্তফিন্নি দিয়ে গঠিত। এর মধ্যে অবস্থান রক্ষাহারে। এর থাকে অসংখ্য বায়ুথলি, অতি সূক্ষ্ণ শ্বাসনালি। কোনো তন্ত্রের অংশ? এই তন্ত্র শরীরে কী কী কাজ করে? এটি শ্বসনতন্ত্রের অংশ। শ্বসনতন্ত্র বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন-ডাইঅক্সাইড বাতাসে ফিরিয়ে দেয়। এটি শ্বাস-প্রশ্বাসজনিত কাজ করে থাকে, যা মানব শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি কাজ। কেন সবচেয়ে বেশি দরকারি অঙ্গ? মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং ক্ষতিকর কার্বনডাই অক্সাইড ত্যাগ করে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই অক্সিজেন আমরা বায়ু থেকে ফুসফুস দ্বারা গ্রহণ করি। তাই ফুসফুস সবচেয়ে বেশি প্রয়োজনীয় অঙ্গানু। ৩) মস্তিষ্ক দলের নাম : মস্তিষ্ক নির্ধারিত অঙ্গের বর্ণনা : সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে, তাকে মস্তিষ্ক বলে। ভ্রম্নণ অবস্থায় সুষুম্নাকান্ডের অগ্রবর্তী দন্ডাকার অংশ ভাঁজ হয়ে পর পর ৩টি বিষমাকৃতির স্ফীতি তৈরি করে। স্ফীতি ৩টি নিলেই গঠিত হয় মস্তিষ্ক। সামনের দিক থেকে স্ফীত অংশ ৩ টি হচ্ছে অগ্রমস্তিস্ক, মধ্যমস্তিষ্ক ও পশ্চাতমস্তিস্ক। ভ্রম্নণ যত পরিণত হতে থাকে মস্তিষ্কের বিভিন্ন অংশের জটিলতাও তত বাড়তে থাকে প্রাপ্তবয়স্ক লোকে মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি এবং এতে প্রায় ১০ বিলিয়ন (এক হাজার কোটি) নিউরন থাকে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় জটিল ও গুরুত্বপূর্ণ অংশ। কোনো তন্ত্রের অংশ? এই তন্ত্র শরীরে কী কী কাজ করে? মস্তিষ্ক বায়ুতন্ত্রের অংশ। আমরা যে চিন্তা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, কারও ডাকে সাড়া দিতে পাড়ি শীত-গরম উপলব্দি করতে পারি তা সম্ভব হয় আমাদের স্নায়ুতন্ত্রের কারণে। এ তন্ত্রের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ অংশই হলো মস্তিষ্ক। কেন সবচেয়ে বেশি দরকারি অঙ্গ? মস্তিষ্ক আমাদের সবচেয়ে বেশি দরকারি অঙ্গ কারণ মস্তিষ্ক আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অনুভূতি আর সাড়া দেওয়ার তাড়না সৃষ্টি করে। এছাড়াও মস্তিষ্ক আমাদের দেহের প্রতিটি অঙ্গ-প্রতাশের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এ জন্যই মস্তিষ্ক বেশি দরকারি অঙ্গ। ৪) পাকস্থলী দলের নাম :পাকস্থলী নির্ধারিত অঙ্গের বর্ণনা : ডায়াফ্রামের নিচে অন্ননালি এবং ক্ষুদ্রান্ত্রের মাঝখানে একটি থলির মতো। এর প্রাচীর পুরু ও পেশিবহুল। এটি দেখতে ইংরেজি অক্ষরের মতো। এর দৈর্ঘ্য প্রায় ২৫ সে.মি. এবং প্রশ্ন প্রায় ১৫ সে.মি.। তবে শিশুর দেহে পাকস্থলীর ধারণক্ষমতা থাকে ৩০ মি.লি.. বয়ঃসন্ধিকালে হয় ১ মিটার এবং প্রাপ্ত বয়সে তা বেড়ে দাঁড়ায় ১.৫-২ লিটার। কোনো তন্ত্রের অংশ? এই তন্ত্র শরীরে কী কী কাজ করে। পাকস্থলী পরিপাক বা পাচনতন্ত্রের অংশ। আমরা ক্ষুধা পেলে খাবার খাই। এই খাবার কিন্তু সরাসরি শক্তি ও অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করে শরীরের কাজের জন্য উপযোগী করে আমাদের পরিপাকতন্ত্র। এই তন্ত্র আমাদের গ্রহণ করা খাবারকে ব্যবহারযোগ্য পুষ্টি উপাদানে ভেঙে দেয়, যা পরে আমাদের শরীরে শোষিত হয়। কেন সবচেয়ে বেশি দরকারি অঙ্গ? পাকস্থলী আমাদের দেহের অন্যান্য সকল অঙ্গের জন্য পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। যার ফলে আমরা সুস্থ থাকি। এজন্য পাকস্থলী আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি অঙ্গ। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়