জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? উত্তর :গোয়ালন্দ প্রশ্ন :পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর :হিমালয়ের গঙ্গোত্রী হিম্বাহ থেকে প্রশ্ন : মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর :পশুর। প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি? উত্তর :তিস্তা সেচ প্রকল্প প্রশ্ন : জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান? উত্তর :৮ম। প্রশ্ন :চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি? উত্তর :পার্বত্য চট্টগ্রামে প্রশ্ন : বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি? উত্তর :কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার বেশি? উত্তর :বরগুনা। প্রশ্ন :ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে? উত্তর :স্যার এ.এফ. রহমান প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদ কার্যক্রম হত? উত্তর : জগন্নাত হল। প্রশ্ন : দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি? উত্তর : বারডেম। প্রশ্ন :'মূসক' দিবস কবে পালন করা হয়? উত্তর :১০ জুলাই। প্রশ্ন :বাংলাদেশ কবে ভ্যাট চালু হয়? উত্তর :১৯৯১ সালের ১ জুলাই প্রশ্ন :বাংলাদেশের কেন্দী্রয় ব্যাংক কবে প্রতিষ্ঠা লাভ করে? উত্তর :১৬ ডিসেম্বর, ১৭৭১ প্রশ্ন :দেশের বৃহত্তম সরকারী বাণিজ্যিক ব্যাংকের নাম কী? উত্তর :সোনালী ব্যাংক। প্রশ্ন :বাংলাদেশের প্রথম নোট চালু হয় কবে থেকে? উত্তর :৪ মার্চ, ১৯৭২ প্রশ্ন :পদ্মা সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর :মুন্সিগঞ্জ ও শরীয়তপুর প্রশ্ন :দেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি ও অবস্থান কোথায়? উত্তর :বেনাপুল, যশোর। প্রশ্ন : বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্রের বন্দরটির নাম কী? উত্তর :সোনালিয়া।