শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৫৯. কত তারিখে 'মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র' গৃহীত হয়?

ক. ১০ ডিসেম্বর খ. ৫ ডিসেম্বর

গ. ৭ ডিসেম্বর ঘ. ১২ ডিসেম্বর

উত্তর : ক. ১০ ডিসেম্বর

৬০. মৌলিক মানবাধিকারের মধ্যে কোনটি পড়ে না?

ক. সম্পত্তির অধিকার

খ. বিচার পাওয়ার অধিকার

গ. খেলাধুলা করার অধিকার

ঘ. নিরাপত্তা লাভের অধিকার

উত্তর :গ. খেলাধুলা করার অধিকার

৬১. স্বাধীন এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোনটির বিকল্প নেই?

ক. দামি গহনার

খ. মানবাধিকারের

গ. বড় লোক বন্ধুর

ঘ. দামি পোশাকের

উত্তর :খ. মানবাধিকারের

৬২. ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা প্রত্যেকের কী ধরনের অধিকার?

ক. জন্মগত খ. মৌলিক

গ. রাষ্ট্রীয় ঘ. মানবিক

উত্তর :ক. জন্মগত

৬৩. আমাদের সমাজে কোন ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা হয়?

ক. শিক্ষার ক্ষেত্রে খ. ভোটদানের ক্ষেত্রে

গ. লেখাপড়ার ক্ষেত্রে ঘ. মজুরির ক্ষেত্রে

উত্তর :ঘ. মজুরির ক্ষেত্রে

৬৪. নিচের কোনটি মানুষের সুস্থ ও সুন্দর বিকাশের জন্য প্রয়োজন?

ক. অর্থ খ. নিরাপত্তা

গ. মানবাধিকার ঘ. আটক রাখা

উত্তর :গ. মানবাধিকার

৬৫. জাতিসংঘ মানুষের অধিকারগুলোকে স্বীকৃতি দিয়েছে কত তারিখে?

ক. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর

খ. ১৯৫২ সালের ২১ ফেব্রম্নয়ারি

গ. ১৯৫০ সালের ২০ এপ্রিল

ঘ. ১৯৪৯ সালের ১ নভেম্বর

উত্তর : ক. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর

৬৬. 'সবার সমান মজুরি পাওয়ার অধিকার' এটি কী ধরনের অধিকার?

ক. সামাজিক অধিকার খ. রাষ্ট্রের অধিকার

গ. মানবাধিকার ঘ. অর্থনৈতিক অধিকার

উত্তর :গ. মানবাধিকার

৬৭. সমাজে সাধারণত নারীদের তুলনায় কারা মজুরি বেশি প্রায়?

ক. পুরুষ খ. শিশু

গ. অধিক পরিশ্রমী নারী ঘ. বৃদ্ধা

উত্তর :ক. পুরুষ

অধ্যায়-৮

১. আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন?

ক. নারী শিক্ষার জন্য খ. নারীদের বেতন বৃদ্ধির জন্য

গ. নারীদের চাকরি দেওয়ার জন্য

ঘ. নারী-পুরুষের বৈষম্য হ্রাসের জন্য

উত্তর :ঘ. নারী-পুরুষের বৈষম্য হ্রাসের জন্য

২. একই পরিবারে ছেলে এবং মেয়ে সন্তানদের মধ্যে সুযোগ-সুবিধার ক্ষেত্রে সমতা নিশ্চিত করা প্রয়োজন কেন?

ক. উভয়কেই খুশি রাখার জন্য

খ. উভয়েই একই পরিবারের সদস্য বলে

গ. পরিবারে উভয়েরই সমান অবদান থাকে বলে

ঘ. উভয়েরই সমান অধিকার রয়েছে বলে

উত্তর :ঘ. উভয়েরই সমান অধিকার রয়েছে বলে

৩. আগের দিনে মেয়েশিশুকে বিদ্যালয়ে ভর্তি না করার কারণ হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক. রাজনৈতিক বাধা খ. সামাজিক বাধা

গ. অর্থনৈতিক বাধা ঘ. ধর্মীয় বাধা

উত্তর :খ. সামাজিক বাধা

৪. আমাদের দেশে কারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত?

ক. শিশুরা খ. বৃদ্ধরা

গ. ছেলেরা ঘ. মেয়েরা

উত্তর :ঘ. মেয়েরা

৫. জামির ও লোপা একই অফিসে একই পদে চাকরি করে। তাদের সুযোগ সুবিধা একই রকম। এর কারণ হলো-

ক. নারী অগ্রাধিকার খ. নারী-পুরুষের সমতা

গ. নারী-পুরুষের বৈষম্য ঘ. পুরুষ অগ্রাধিকার

উত্তর :খ. নারী-পুরুষের সমতা

৬. বেগম রোকেয়ার মতে, নারী জাতির দুঃখদুর্দশা দূর করতে কোনটি অপরিহার্য?

ক. পর্দা খ. বিয়ে

গ. রান্নাবান্না ঘ. শিক্ষা

উত্তর :ঘ. শিক্ষা

৭. ছোটবেলা থেকে কাউকে ছেলে বা কাউকে মেয়ে এভাবে না দেখে কী হিসেবে দেখতে হবে?

ক. বন্ধু খ. সহকর্মী

গ. ভাইবোন ঘ. মানুষ

উত্তর :ঘ. মানুষ

৮. নারী নির্যাতনের উদাহরণ কোনটি?

ক. সংসার করা খ. স্ত্রীকে চাকরিতে দেওয়া

গ. সংসারের কাজ করানো ঘ. স্ত্রীর গায়ে হাত তোলা

উত্তর :গ. সংসারের কাজ করানো

৯. বর্তমানে নানা উপায়ে যৌতুক আদান-প্রদান করা হয়। যেমন--

ক. বিয়েতে পণ গ্রহণ খ. স্ত্রীকে চাকরিতে দেওয়া

গ. স্ত্রীর নিকট টাকা চাওয়া

ঘ. স্ত্রীর অলঙ্কার বিক্রি করা

উত্তর :ঘ. স্ত্রীর অলঙ্কার বিক্রি করা

১০. নারী-পুরুষের সমতা বলতে কী বোঝায়?

ক. সুযোগ-সুবিধার ভিন্নতা খ. সমান সুযোগ-সুবিধা

গ. সুযোগ-সুবিধার বণ্টন ঘ. সুযোগ-সুবিধার আনুপাতিক হার

উত্তর :খ. সমান সুযোগ-সুবিধা

১১. নারী জাগরণের হাতিয়ারস্বরূপ কোনটি?

ক. সম্পদ খ. প্রতিভা

গ. শিক্ষা ঘ. প্রশিক্ষণ

উত্তর :গ. শিক্ষা

১২. ১৮৫৭ সালের ৮ মার্চ নারী শ্রমিকের কত ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন?

ক. সাত খ. আট

গ. নয় ঘ. দশ

উত্তর :খ. আট

১৩. নারী-পুরুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান কমাতে ১৯৭৭ সাল থেকে বিশ্বব্যাপী কী পালিত হচ্ছে?

ক. সামাজিক দিবস খ. অর্থনৈতিক দিবস

গ. আন্তর্জাতিক নারী দিবস ঘ. অধিকার দিবস

উত্তর :গ. আন্তর্জাতিক নারী দিবস

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে