ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুশীলন
প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
হাবিবুর রহমান বাপ্পা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
সপ্তম অধ্যায়
নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় : নৌকা ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। আগের দিনে ধনী লোকেরা শখ করে নৌকা ভ্রমণে যেতেন। তাদের কাছে বেশ জনপ্রিয় ছিল বজরা নৌকা। বজরাতে তারা একরকম। ঘরবাড়ি বানিয়ে নিতেন। ফলে এতে খাবারদাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকত।
নৌকার নাম : সাম্পান
নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় : মাল পরিবহনে ব্যবহৃত হয়। সমুদ্রের উত্তাল ঢেউয়ে এটি খুব সহজেই ভেসে বেড়াতে পারে।
নৌকা বানানোর উপকরণ-
১। কাঠ ২। কার্ড বোর্ড ৩। পস্নাস্টিক ৪। আঁঠা ৫। পেরেক ৬। পাটকাঠি ৭। রং ৮। কাগজ
প্রশ্ন: কোনটি ডুবে যায় এবং কোনটি ভেসে থাকে?
উত্তর: মার্বেল, পয়সা, পেরেক পানিতে ডুবে যাচ্ছে এবং শোলা, পাটকাঠি, পস্নাস্টিকের বোতল, বরফ ইত্যাদি ভেসে থাকছে।
প্রশ্ন: কোনটি ডুবে যেতে বেশি সময় লাগে এবং কোনটি কম সময় লাগে?
উত্তর: পয়সা বা কয়েন ডুবে যেতে বেশি সময় লাগে এবং মার্বেল বা পেরেক ডুবে যেতে কম সময় লাগে।
প্রশ্ন: কোনটি ডুবতে ডুবতেও ভেসে আছে?
উত্তর: শোলা, পাটকাঠি, বরফ।
প্রশ্ন: যে বস্তুগুলো পানিতে দ্রম্নত ডুবে যাচ্ছে আর যেগুলো ভেসে থাকছে তাদের মধ্যে মূল পার্থক্যগুলো কী?
উত্তর: ভর, আয়তন এবং ঘনত্ব।
প্রশ্ন: ঘনত্বের বিচারে খুব সহজ কোনো পার্থক্য চোখে পড়ছে কি?
উত্তর: মার্বেল, পয়সা, পেরেকের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হওয়ায় এগুলো পানিতে ডুবে যাচ্ছে। অন্যদিকে শোলা, পাটকাঠি, পস্নাস্টিকের বোতল এবং বরফের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম হওয়ায় এগুলো পানিতে ভাসছে।
প্রশ্ন: কোন কোন ধরনের বস্তুসমূহ পানিতে ভাসে ও ডুবে যায়? কি কারণে ভাসে ও ডুবে?
উত্তর:
বস্তুর নাম: কাঠ
কোন কোন তরলে ভাসে : পানি, তরল সাবান, মধু
কোন কোন তরলে ডুবে যায় : তেল, ইথানল
কেন ভাসে বা কেন ডোবে : পানি, তরল সাবান এবং মধুর
ঘনত্ব অপেক্ষা কাঠের ঘনত্ব কম তাই এটি ভাসে অন্যদিকে তেল, ইথানলের তরলে কাঠ ডুবে যাবে। কারণ কাঠের ঘনত্ব বেশি।
বস্তুর নাম : পেরেক
কোন কোন তরলে ভাসে : ভাসে না
কোন কোন তরলে ডুবে যায় : পানি, তরল সাবান, মধু, তেল ইত্যাদি
কেন ভাসে বা কেন ডোবে : পানি, তরল সাবান, মধু, তেল এবং ইথানলের তরলে পেরেক ডুবে যাবে।
কারণ পেরেকের এবং ইথানলের তরলে পেরেক ঘনত্ব বেশি।
বস্তুর নাম : পস্নাস্টিক
কোন কোন তরলে ভাসে : পানি, তরল সাবান, মধু, তেল, ইথানল
কোন কোন তরলে ডুবে যায় :
কেন ভাসে বা কেন ডোবে : পানি, তরল সাবান, মধুর, তেল, ইথানল ঘনত্ব অপেক্ষা। পস্নাস্টিক ঘনত্ব কম তাই এটি ভাসে
বস্তুর নাম : কার্ড বোর্ড
কোন কোন তরলে ভাসে : পানি, তরল
কোন কোন তরলে ডুবে যায় : তেল, ইথানল
কেন ভাসে বা কেন ডোবে : পানি, তরল সাবান এবং মধুর ঘনত্ব অপেক্ষা কার্ড বোর্ডের ঘনত্ব কম তাই এটি ভাসে অন্যদিকে তেল, ইথানলের তরলে কার্ড বোর্ড ডুবে যাবে কারণ কার্ড বোর্ড ঘনত্ব বেশি।
বস্তুর নাম : রং
কোন কোন তরলে ভাসে :
কোন কোন তরলে ডুবে যায় : পানি, তরল সাবান, মধু, তেল, ইথানল
কেন ভাসে বা কেন ডোবে : পানি, তরল সাবান, মধু, তেল এবং ইথানলের তরলে রং ডুবে যাবে কারণ রং এর ঘনত্ব বেশি।
নবম অধ্যায়
প্রশ্ন: ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেরা আলোচনা করো। আলোচনার ভিত্তিতে চন্দ্রগ্রহণ কীভাবে ঘটে সে ব্যাপারে তোমার ব্যাখ্যা নিচে লিখে বা এঁকে রাখো-
উত্তর: সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান পরিবর্তনের ফলে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় পূর্ণিমার ভরা চাঁদ হঠাৎ গোলাকৃতি ছায়ায় ঢেকে যায়। প্রতি পূর্ণিমাতে চাঁদ পৃথিবীর পেছনে উপস্থিত হয়। যদি চাঁদ পৃথিবী ও সূর্য একই সরলরেখায় চলে আসে, তখন চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। আর এই ছায়া পড়াকে আমরা চন্দ্রগ্রহণ বলি। যদি চাঁদ পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং যদি পৃথিবীর ছায়া চাঁদের অপর আংশিক পড়ে তখন আংশিক চন্দ্রগ্রহণ হয়।
প্রশ্ন: চন্দ্রগ্রহণের মডেল তৈরি করতে কি কি লাগে?
উত্তর: মডেল তৈরির প্রয়োজনীয় উপকরণ :
১। সুতা ২। পস্নাস্টিকের শক্ত তারের তৈরি কক্ষপথ (পৃথিবীর কক্ষপথ) ৩। মোমবাতি (সূর্য) ৪। একটি বড় পিংপং বল (পৃথিবী) ৫। একটি ছোট পিংপং বল (চাঁদের কক্ষপথ) ৬। একটি ছোট মারবেল (চাঁদ)
প্রশ্ন: শীতকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে বেশি নাকি কম?
উত্তর: শীতকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে কম।
প্রশ্ন: গরমকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে বেশি নাকি কম?
উত্তর: গরমকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে বেশি।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়