শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : নিফ্রন কী?

উত্তর : বক্ষের গঠন ও কাজের একককে বলে নিফ্রন।

প্রশ্ন : একটি বক্ষে নেফ্রনের সংখ্যা কত?

উত্তর : একটি বক্ষে নেফ্রনের সংখ্যা প্রায় ১০ লাখ।

প্রশ্ন : নিউমোনিয়া কি ধরনের রোগ?

উত্তর : নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।

প্রশ্ন : হার্ট অ্যাটাক কী?

উত্তর : হার্ট অ্যাটাক হলো হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া।

প্রশ্ন : ব্রঙ্কাইটিস কী?

উত্তর : শ্বাসনালির ভেতরে আবৃত ঝিলিস্নর প্রদাহের কারণে ব্রঙ্কাইটিস রোগ হয়।

প্রশ্ন : বাতজ্বরের লক্ষণ কি ধরনের?

উত্তর : ঘন ঘন জ্বর ও হৃদযন্ত্রের প্রদাহ হলো বাত জ্বরের লক্ষণ।

প্রশ্ন : গস্নুকোমা কী?

উত্তর : চোখের একটি জটিল রোগ হলো গস্নুকোমা।

প্রশ্ন : মানব দেহের সবচেয়ে শক্ত অংশ কী?

উত্তর : মানব দেহের সবচেয়ে শক্ত অংশ হলো দাঁত।

প্রশ্ন : রক্ত কী?

উত্তর : রক্ত এক ধরনের তরল যোজক কলা।

প্রশ্ন : ইনসুলিন কী?

উত্তর : অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিঃসরণকারী হরমোনের নাম ইনসুলিন।

প্রশ্ন : পস্নাক কী?

উত্তর : পস্নাক হচ্ছে দাঁতের রোগ।

প্রশ্ন : দাঁত অকালে পড়ে যাওয়ার কারণ কী?

উত্তর : দাঁত অকালে পড়ে যাওয়ার কারণ হলো পস্নাক।

প্রশ্ন : দাঁতের উপাদানগুলো কী কী?

উত্তর : যেসব উপাদান নিয়ে দাঁত গঠিত হয়- ১. ডেন্টিন, ২. এনামেল, ৩. দন্তমজ্জা, ৪. সিমেন্ট।

প্রশ্ন : একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে?

উত্তর : একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে ৫-৬ লিটার রক্ত থাকে।

প্রশ্ন : আগ্ন্যাশয় কোথায় অবস্থিত?

উত্তর : আগ্ন্যাশয় পাকস্থলী ও ডিওডেনামের নিচে অবস্থিত।

প্রশ্ন : ক্রোমোসোম কী?

উত্তর : জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোসোম।

প্রশ্ন : মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?

উত্তর : মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি হলো যকৃত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে