৩৮. তুমি খরাপ্রবণ এলাকা পরিদর্শনে কোন জেলার ক্ষেত্রে প্রাধান্য দিবে?
ক. পাবনা খ. সিরাজগঞ্জ
গ. বগুড়া ঘ. জামালপুর
উত্তর:গ. বগুড়া
৩৯. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কোনটি?
ক. গ্রিন হাউস প্রতিক্রিয়া
খ. উত্তরের বিশাল পর্বতমালা
গ. দেশের ভৌগোলিক অবস্থান
ঘ. দক্ষিণে বঙ্গোপসাগরের উপস্থিতি
উত্তর: গ. দেশের ভৌগোলিক অবস্থান
৪০. বাংলাদেশের উত্তরাঞ্চল অধিক খরাপ্রবণ। এসব অঞ্চলের খরা দূরীকরণে কী করা উচিত?
ক. বনভূমি কেটে ঘরবাড়ি তৈরি করা
খ. অধিক গাছপালা লাগানো
গ. মাটি উর্বর করা
ঘ. মাটির ক্ষয়রোধ করা
উত্তর: খ. অধিক গাছপালা লাগানো চ
৪১. কত সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?
ক. ২০২০ খ. ২০৩০
গ. ২০৪০ ঘ. ২০৫০
উত্তর: ঘ. ২০৫০
৪২. শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা খ. খরা
গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
উত্তর:খ. খরা
৪৩. বাংলাদেশের শতকরা কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?
ক. প্রায় ৫৬ ভাগ খ. প্রায় ৬০ ভাগ
গ. প্রায় ৬৪ ভাগ ঘ. প্রায় ৬৮ ভাগ
উত্তর:গ. প্রায় ৬৪ ভাগ
৪৪. বিনা কারণে বন্যপ্রাণী হত্যা করলে নিচের কোনটি ঘটতে পারে?
ক. জলবায়ুর পরিবর্তন
খ. প্রাকৃতিক দূষণ
গ. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট
ঘ. পৃথিবীর বিলুপ্ত
উত্তর:গ. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট
৪৫. প্রতি বছর বাংলাদেশ কেন দুর্যোগের সম্মুখীন হচ্ছে?
ক. জনসংখ্যা বৃদ্ধির জন্য
খ. রাসায়নিক সার ও কীটনাশকের জন্য
গ. সেতু নির্মাণের জন্য
ঘ. জলবায়ু পরিবর্তনের জন্য
উত্তর: ঘ. জলবায়ু পরিবর্তনের জন্য
৪৬. কীভাবে ভূমিকম্পের ক্ষতি কমানো যায়?
ক. অধিক হারে বৃক্ষরোপণ করে
খ. জনসংখ্যা নিয়ন্ত্রণ করে
গ. পরিবেশ দূষণ রোধের মাধ্যমে
ঘ. ভূমিকম্প সহনশীল ঘর নির্মাণ করে
উত্তর:ঘ. ভূমিকম্প সহনশীল ঘর নির্মাণ করে
৪৭. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. খরা
গ. হাম ঘ. সিডর
উত্তর:গ. হাম
৪৮. নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে কখন?
ক. বন্যার সময় খ. খরার সময়
গ. ঘূর্ণিঝড়ের সময় ঘ. জলোচ্ছ্বাসের সময়
উত্তর:ক. বন্যার সময়
৪৯. কলকারখানার বর্জ্য পানিতে মিশলে কোনটি ঘটবে?
ক. পলির সৃষ্টি খ. মৎস্য উৎপাদন বৃদ্ধি
গ. পানিদূষণ ঘ. নদী ভরাট
উত্তর:গ. পানিদূষণ
৫০. আইলা, সিডর ও ঘূর্ণিঝড় হচ্ছে-
ক. নদী খ. দুর্যোগ
গ. ভূমিকম্প ঘ. জলবায়ু
উত্তর:খ. দুর্যোগ
৫১. দুর্যোগের পূর্বাভাস জানাতে কোনটি ব্যবহৃত হয় না?
ক. টেলিভিশন খ. রেডিও
গ. টেপ রেকর্ডার ঘ. মাইক
উত্তর:গ. টেপ রেকর্ডার
৫২. জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে?
ক. গাছপালা খ. মানুষ
গ. ভূমিকম্প ঘ. পশুপাখি
উত্তর:খ. মানুষ
৫৩. বাংলাদেশ নিচের কোন দুর্যোগের ঝুঁকির মধ্যে নেই?
ক. ঘূর্ণিঝড় খ. জলোচ্ছ্বাস
গ. অগ্নু্যৎপাত ঘ. নদীভাঙন
উত্তর: গ. অগ্নু্যৎপাত
৫৪. কলকারখানা, যানবাহনের ধোঁয়া, নদী ধ্বংস হয়ে যাওয়া এসবের জন্য কী হচ্ছে?
ক. বায়ুদূষণ খ. পানিদূষণ
গ. শব্দ দূষণ ঘ. জলবায়ুর পরিবর্তন
উত্তর:ঘ. জলবায়ুর পরিবর্তন
৫৫. কীসের পরিবর্তনের ফলে পৃথিবীতে বিভিন্ন দুর্যোগের সৃষ্টি হচ্ছে?
ক. তাপমাত্রার খ. আবহাওয়ার
গ. জীবনযাত্রার ঘ. জলবায়ুর
উত্তর:ঘ. জলবায়ুর
৫৬. মানুষ সচেতন ও সতর্ক থাকলে কী থেকে আত্মরক্ষা করতে পারে?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. যানবাহন
গ. হিংস্র প্রাণী
ঘ. মৃতু্য
উত্তর:ক. প্রাকৃতিক দুর্যোগ
৫৭. কত বছরের বেশি আবহাওয়ার গড়কে জলবায়ু বলে?
ক. ২০ বছরের খ. ২৫ বছরের
গ. ৩০ বছরের ঘ. ১০ বছরের
উত্তর:গ. ৩০ বছরের
৫৮. বাংলাদেশের অধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি?
ক. পূর্ব অঞ্চল খ. পশ্চিম অঞ্চল
গ. দক্ষিণ অঞ্চল ঘ. উত্তর অঞ্চল
উত্তর:ঘ. উত্তর অঞ্চল
৫৯. বাংলাদেশ নিচের কোন দুর্যোগ ঝুঁকির মধ্যে নেই?
ক. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
খ. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি
গ. অগ্নু্যৎপাত ও টর্নেডো
ঘ. নদীভাঙন ও ভূমিকম্প
উত্তর:গ. অগ্নু্যৎপাত ও টর্নেডো
৬০. বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি কী?
ক. বন্যা খ. খরা
গ. নদীভাঙন ঘ. ঝড়
উত্তর:খ. খরা
অধ্যায়-৭
১. অনেক শিশু বিভিন্ন ধরনের কষ্টকর কাজ করতে বাধ্য হয়। এতে তাদের কোন ধরনের অধিকার ক্ষুণ্ন হয়?
ক. রাজনৈতিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. সাংস্কৃতিক অধিকার ঘ. মানবাধিকার
উত্তর:ঘ. মানবাধিকার
২. তোমার পরিচিত সীমা একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে। সে প্রায়ই নির্যাতনের শিকার হয়। এক্ষেত্রে তুমি কী করবে?
ক. প্রতিবেশীকে জানাব খ. পুলিশকে জানাব
গ. বন্ধু-বান্ধবকে জানাব ঘ. শিক্ষককে জানাব
উত্তর : খ. পুলিশকে জানাব
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়