ষষ্ঠ অধ্যায়
১৫. পঞ্চম শ্রেণির ছাত্র আরিয়ানের বাড়ি রংপুর অঞ্চলে। বছরের কোনো একসময় দেখা গেল চাপকল দিয়ে পানি ওঠানো যাচ্ছে না। কী কারণে পানি ওঠানো যাচ্ছে না?
ক. মাটির আর্দ্রতা বেড়ে যাওয়ায়
খ. ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায়
গ. জলাবদ্ধতা
ঘ. ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূূষণ
উত্তর:খ. ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায়
১৬. রতনদের বাড়ি দিনাজপুর। তাদের এলাকায় মারাত্মক দুর্যোগ কোনটি?
ক. খরা খ. নদীভাঙন
গ. জলোচ্ছ্বাস ঘ. ঘূর্ণিঝড়
উত্তর:ক. খরা
১৭. অনেক সময় উঁচু রাস্তা বা বাঁধের উপর মাচা বানিয়ে অনেক পরিবার বাস করে কেন?
ক. বন্যার কারণে খ. খরার কারণে
গ. দুর্ভিক্ষের কারণে ঘ. মহামারীর কারণে
উত্তর: ক. বন্যার কারণে
১৮. ভূমিকম্প অনুভূত হলে তুমি কী করবে?
ক. ঘরে বসে থাকব
খ. গাছের নিচে আশ্রয় নেব
গ. পুরোপুরি শান্ত থাকব
ঘ. ছোটাছুটি করব
উত্তর:গ. পুরোপুরি শান্ত থাকব
১৯. গত বর্ষায় রেহানাদের পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। এটির কারণ কী?
ক. ঘূর্ণিঝড় খ. মারাত্মক বন্যা
গ. জলোচ্ছ্বাস ঘ. গাছপালা কাটা
উত্তর:খ. মারাত্মক বন্যা
২০. বিপুল উত্তরাঞ্চলে বাস করে। উত্তরাঞ্চলের জন্য একটি মারাত্মক দুর্যোগ হলো-
ক. ভূমিকম্প খ. খরা
গ. বন্যা ঘ. নদীভাঙন
উত্তর:খ. খরা
২১. তুমি হঠাৎ করে অনুভব করলে ভূমিকম্প হচ্ছে। এক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিব চ
খ. ছুটোছুটি করে বাইরে বের হবো
গ. আলমারি বা জানালার কাছে দাঁড়াব
ঘ. দালানের নিচে গিয়ে আশ্রয় নিব
উত্তর:ক. শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিব
২২. ভূমিকম্পের সময় তুমি বিছানায় থাকলে কী করবে?
ক. ওঠে দৌড় দিবে
খ. আলমারির কাছে যেতে হবে
গ. টেবিলের উপরে বসতে হবে
ঘ. বালিশের নিচে মাথা দেবে
উত্তর: ঘ. বালিশের নিচে মাথা দেবে
২৩. বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর ফলে বিভিন্ন দুর্যোগ দেখা দিচ্ছে। নিচে কোনটি জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে তুমি মনে কর?
ক. বন-জঙ্গল ধ্বংস করা
খ. জলাধার ভরাট করা
গ. কলকারখানার কালো ধোঁয়া
ঘ. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি
উত্তর:ঘ. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি
২৪. প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি হলো নদীভাঙন। বিভিন্ন কারণে নদী ভেঙে যায়। নিচের কোন প্রাকৃতিক কারণে নদী ভাঙে?
ক. ভূমিকম্প
খ. অপরিকল্পিত নদী খনন
গ. বালু উত্তোলন
ঘ. নদীর তীরবর্তী গাছপালা কাটা
উত্তর:ক. ভূমিকম্প
২৫. পদ্মা নদীর ভাঙন প্রক্রিয়া তীব্র হতে পারে কোনটির কারণে?
ক. নদী খনন খ. পানি উত্তোলন
গ. বন্যা ঘ. নদী তীরবর্তী বৃক্ষ বনায়ন
উত্তর:গ. বন্যা
২৬. পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে নিচের কোন দেশ?
ক. ভারত খ. পাকিস্তান
গ. চীন ঘ. বাংলাদেশ
উত্তর:ঘ. বাংলাদেশ
২৭. জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ নিচের কোন প্রভাব থেকে মুক্ত থাকছে?
ক. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে
খ. ভয়াবহ বন্যা আঘাত হানছে
গ. অগ্নু্যৎপাতের সম্ভাবনা তৈরি থেকে
ঘ. মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে
উত্তর:গ. অগ্নু্যৎপাতের সম্ভাবনা তৈরি থেকে
২৮. বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি বছরব্যাপী কম-বেশি পত্রিকার লিড নিউজে থাকে। এ ঘটনাগুলো একত্রে কী নামে পরিচিত?
ক. দুর্বিপাক খ. দুর্যোগ
গ. জলবায়ু ঘ. বিপর্যয়
উত্তর:খ. দুর্যোগ
২৯. বাংলাদেশের উত্তরাঞ্চল অধিক খরাপ্রবণ। এসব অঞ্চলে কেন খরা দেখা দেয়?
ক. ফসলের অভাবে
খ. বাতাসের অভাবে
গ. বৃক্ষরোপণের অভাবে
ঘ. শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতে
উত্তর:ঘ. শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতে
৩০. তোমার মতে, নদীভাঙনের মানবসৃষ্ট কারণ কোনটি?
ক. ঘূর্ণিঝড়
খ. ভূমিকম্প
গ. পরিকল্পিত নদী খনন
ঘ. নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা
উত্তর:ঘ. নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা
৩১. তোমার মতে, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে কেন?
ক. খরার কারণে খ. নদীভাঙনের কারণে
গ. শিক্ষার অভাবে ঘ. দারিদ্র্যের কারণে
উত্তর:খ. নদীভাঙনের কারণে
৩২. কেন বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে?
ক. প্রকৃতির জন্য
খ. জলবায়ুর পরিবর্তনের জন্য
গ. উষ্ণতা বৃদ্ধির জন্য
ঘ. ভূমিকম্পের জন্য
উত্তর:খ. জলবায়ুর পরিবর্তনের জন্য
৩৩. বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। এখানে দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসের অন্যতম উপায় কী?
ক. গণসচেতনতা বৃদ্ধি খ. কর্ম-পরিকল্পনা তৈরি
গ. পূর্বপ্রস্তুতি গ্রহণ ঘ. অধিক হারে বৃক্ষরোপণ
উত্তর:গ. পূর্বপ্রস্তুতি গ্রহণ
৩৪. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে দ্রম্নত নিচের কোনটি দেখা যাচ্ছে না?
ক. তাপমাত্রা বৃদ্ধি
খ. গাছপালা ও প্রাণীর বৃদ্ধি
গ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি
ঘ. ভয়াবহ বন্যার পরিমাণ বৃদ্ধি
উত্তর:খ. গাছপালা ও প্রাণীর বৃদ্ধি
৩৫. বাংলাদেশে নদীভাঙনের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. বালু উত্তোলন খ. বন্যা
গ. নদী খনন ঘ. ঘূর্ণিঝড়
উত্তর:খ. বন্যা
৩৬. রিমিদের বাড়ি বন্যা কবলিত এলাকা হওয়ায় তার পড়ালেখার খুব ক্ষতি হয়। এটি কোন ধরনের দুর্যোগ?
ক. প্রাকৃতিক খ. বৈশ্বিক
গ. মানবসৃষ্ট ঘ. আঞ্চলিক
উত্তর:ক. প্রাকৃতিক
৩৭. তুমি যদি গাছ না লাগিয়ে শুধু কেটে ফেলো তবে কোনটি ঘটবে?
ক. খরা খ. নদীভাঙন
গ. বন্যা ঘ. জলোচ্ছ্বাস
উত্তর:ক. খরা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়