শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নারী-পুরুষ সমতা

প্রশ্ন : ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম কী? তারা এ উৎসব পালন করে কেন? ত্রিপুরাদের উৎসব সম্পর্কে চারটি বাক্য লেখ।

উত্তর : ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম বিজু। তারা নতুন বছরকে বরণ করার জন্য এ উৎসব পালন করে। ত্রিপুরাদের উৎসব সম্পর্কে চারটি বাক্য হলো-

১. ত্রিপুরা সমাজে জন্ম, মৃতু্য ও বিয়ে উপলক্ষে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়।

২. বিজু উৎসব পালিত হয় তিন দিন ধরে।

৩. এ সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন।

৪. উৎসবের আনন্দে তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন।

বাংলাদেশ ও বিশ্ব

প্রশ্ন : জাতিসংঘ কখন গঠিত হয়েছিল? কেন গঠিত হয়েছিল? জাতিসংঘ গঠনের চারটি উদ্দেশ্য লেখ।

উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়েছিল। বিশ্বের দেশগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করেই জাতিসংঘ গঠিত হয়েছিল। জাতিসংঘ গঠনের চারটি উদ্দেশ্য হলো-

১. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা।

২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।

৩. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা।

৪. বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিভেদ মীমাংসা করা।

প্রশ্ন : ইউনিসেফ কী? ইউনিসেফ কেন গঠন করা হয়েছিল? ইউনিসেফের চারটি কাজ লেখ।

উত্তর : ইউনিসেফ জাতিসংঘের এমন একটি উন্নয়নমূলক সংস্থা যারা বিশ্বের শিশুদের কল্যাণে কাজ করে। শিশুদের উন্নয়ন ও অধিকার রক্ষায় ইউনিসেফ গঠন করা হয়। ইউনিসেফের চারটি কাজ হলো-

১. শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।

২. মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা।

৩. শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা প্রদান।

৪. গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করা।

প্রশ্ন : সার্ক কী? সার্ক গঠিত হয়েছিল কেন? সার্কের চারটি উদ্দেশ্য লেখ।

উত্তর : সার্ক হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সংক্ষিপ্ত নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য সার্ক গঠিত হয়েছিল। সার্কের চারটি উদ্দেশ্য হলো-

১. দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা।

২. সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থার উন্নয়নে কাজ করা।

৩. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা।

৪. সদস্য দেশগুলোকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।

ষষ্ঠ অধ্যায়

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. তুমি এবং তোমার ছোট বোন ঘরের মধ্যে অবস্থান করছ। সে সময় হঠাৎ গৃহে আগুন লেগে গেল। তোমরা সর্বপ্রথম কোন কাজটি করবে?

ক. ঘর থেকে বের হয়ে যাব

খ. আগুন নেভানোর চেষ্টা করব

গ. অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেব

ঘ. সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকব

উত্তর: ক. ঘর থেকে বের হয়ে যাব

২. তুমি বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় বসে আছ। হঠাৎ ভূমিকম্প শুরু হলো। তুমি তখন কী করবে?

ক. নিজ আসনে বসে থাকব

খ. বেঞ্চের নিচে আশ্রয় নেব

গ. শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাব

ঘ. নিরাপত্তার জন্য প্রার্থনা শুরু করব

উত্তর: খ. বেঞ্চের নিচে আশ্রয় নেব

৩. কীসের অভাবে খরা হয়?

ক. বাতাস খ. পানি

গ. গবাদি পশু ঘ. ফসল

উত্তর: খ. পানি

৪. আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেল তোমার এলাকায় একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে?

ক. নিজ ঘরে থাকব

খ. আশ্রয়কেন্দ্রে যাব

গ. প্রতিবেশীদের বাড়িতে যাব

ঘ. আত্মীয়ের বাড়িতে যাব

উত্তর: খ. আশ্রয়কেন্দ্রে যাব চ

৫. বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্রে তলিয়ে গেলে নিচের কোনটির ওপর প্রভাব পড়বে?

ক. নৌ যোগাযোগ বৃদ্ধি

খ. বহু মানুষ গৃহহীন হবে

গ. লবণ উৎপাদন বাড়বে

ঘ. মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে

উত্তর: খ. বহু মানুষ গৃহহীন হবে

৬. গত বর্ষায় রিনাদের গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই দুর্যোগের প্রধান কারণ কী ছিল?

ক. টর্নেডো খ. গাছ কাটা

গ. সাইক্লোন ঘ. তীব্র বন্যা

উত্তর: ঘ. তীব্র বন্যা

৭. জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?

ক. ১৮ খ. ২০

গ. ২৫ ঘ. ৩০

উত্তর: খ. ২০

৮. ভূমিকম্পের সময় ঘরের কোথায় অবস্থান করা আমাদের জন্য নিরাপদ?

ক. ব্রিজের নিচে খ. গাছের নিচে

গ. ঘরের কোণে ঘ. গাড়ির ভিতর

উত্তর: গ. ঘরের কোণে

৯. সিলেট বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল। এর কারণ হলো-

ক. প্রচুর গাছপালা খ. অনেক পাহাড়

গ. অসংখ্য হাওড় ঘ. অজস্র প্রতিত জমি

উত্তর: ক. প্রচুর গাছপালা

১০. ইমন জলবায়ু সম্পর্কিত প্রতিবেদন তৈরি করতে চাইলে কত বছরের বেশি সময়ের গড় আবহাওয়া সম্পর্কে জানতে হবে?

ক. ২০-৩০ বছরের খ. ৩০-৪০ বছরের

গ. ৫০-৬০ বছরের ঘ. ৪০-৬০ বছরের

উত্তর: খ. ৩০-৪০ বছরের

১১. গত ১২ ফেব্রম্নয়ারি চট্টগ্রামে ৩০ সেকেন্ড স্থায়ী এক কম্পনে হাজারবাগে একটি দোতলা দালানে ফাটল ধরে। এ কম্পনকে কী বলে?

ক. অগ্নু্যৎপাত খ. ভূমিকম্প

গ. আকস্মিক পরিবর্তন ঘ. ধীর পরিবর্তন

উত্তর: খ. ভূমিকম্প

১২. বর্তমান হারে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে?

ক. গাছপালা ও প্রাণী ধ্বংস হয়ে যাবে

খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাবে

গ. পানির স্তর অনেক নিচে নেমে যাবে

ঘ. নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাবে

উত্তর: ঘ. নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাবে

১৩. বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে প্রতিনিয়ত সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর যথার্থ কারণ হিসেবে নিচের কোনটি সঠিক?

ক. বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে

খ. জলধারগুলো ভরাট করা

গ. তাপমাত্রা বেড়ে বরফ গলে যাচ্ছে

ঘ. নদী ভাঙন হওয়া

উত্তর: গ. তাপমাত্রা বেড়ে বরফ গলে যাচ্ছে

১৪. তুমি যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেল, তাহলে কেনটি ঘটবে বলে তুমি মনে কর?

ক. বন্যা খ. অতিবৃষ্টি

গ. খরা ঘ. ঘূর্ণিঝড়

উত্তর: গ. খরা

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে