জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রোভাইস চ্যান্সেলর (প্রোভিসি) হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. লুৎফর রহমান। বুধবার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুলস্নাহ, রেজিস্ট্রার মোলস্না মাহফুজ আল হোসেন।
এর আগে ৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক মো. লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যাসেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস-চ্যান্সেলর নিয়োগ করা হলো।