নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্সে ভতির্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভাগগুলো হলো- ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিভাগের চেয়ারম্যানদের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি থেকে ১৩ অক্টোবর এ তথ্য জানা গেছে। ফার্মেসি বিভাগে আগামী ২২ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের মাস্টার্স ভর্তির আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের মাস্টার্স ভর্তির আবেদন করা যাবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।
বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য সব পরীক্ষার নম্বরপত্র/সনদ এর সত্যায়িত কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান বা বিভাগীয় প্রধান প্রদত্ত প্রত্যয়নপত্র ও সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। এ ছাড়াও চাকরিরত প্রার্থীকে আবেদনের সাথে নিজ নিয়োগকর্তার কাছ থেকে শিক্ষা কার্যক্রম যথারীতি সম্পাদনের জন্য পূর্ণকালীন ছুটি প্রদান করা হবে মর্মে প্রত্যয়নপত্র যুক্ত করতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে
পাওয়া যাবে।