প্রশ্ন : বান্টু-
উত্তর : সেন্ট্রাল ও দক্ষিণ আফ্রিকার নিগ্রগন।
প্রশ্ন : ভিল-
উত্তর : মধ্য ভারতের দ্রাবির বংশোদ্ভূত আদি জাতি।
প্রশ্ন : মাওরি-
উত্তর : নিউজিল্যান্ডের আদি জাতি।
প্রশ্ন : মোপলা-
উত্তর : কেরলার মালাবরের একটি মুসলমান উপজাতি।
প্রশ্ন : মাঞ্চু-
উত্তর : পূর্ব এশিয়ার টাঙ্গু উপজাতি।
প্রশ্ন : মাসাউডস-
উত্তর : পাকিস্তানের ওয়াজিরস্তানের উপজাতি।
প্রশ্ন : মুর-
উত্তর : আফ্রিকার বসবাসরত মুসলমান জাতি।
প্রশ্ন : রেড ইন্ডিয়ান-
উত্তর : যুক্তরাষ্ট্রের আদিম অদিবাসী। এরা রকি পর্বত ও মিসৌরি নদীর মধ্যবর্তী।
প্রশ্ন : শেরপা-
উত্তর : নেপাল ও তিব্বত হিমালয়ের পাদদেশে বসবাসকারী অদিবাসী।
প্রশ্ন : বুশম্যান-
উত্তর : বতসোয়ানায়।
প্রশ্ন : লোহিত রক্ত কণিকা কীভাবে গঠিত হয়?
উত্তর : কতকগুলো অস্থির লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্ত কনিকা তৈরি হয়।
প্রশ্ন : রক্তচাপ কয় ধরনের ও কী কী?
উত্তর : রক্তচাপ দুই ধরনের-
১. সিস্টোলিক চাপ ও ২. ডায়াস্টোলিক চাপ।
প্রশ্ন : একজন পূর্ণ বয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ কত?
উত্তর : একজন পূর্ণ বয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ ১২০ এবং ডায়াস্টোলিক চাপ ৮০।
প্রশ্ন : স্ট্রোক কেন হয়?
উত্তর : মস্তিষ্কের কোনো একটি ধমনিতে রক্ত সরবরাহ বন্ধ হলে স্ট্রোক হয়।
প্রশ্ন : পূর্ণাঙ্গ মানুষের প্রতি বক্ষ লম্বায় ও প্রস্থে কত?
উত্তর : পূর্ণাঙ্গ মানুষের প্রতি বক্ষ লম্বায় প্রায় ১২ সেন্টিমিটার ও প্রস্থে ৬ সেন্টিমিটার।
প্রশ্ন : পেলিভিস কী?
উত্তর : বক্ষের যে অংশ থেকে ইউরেটার উৎপত্তি হয় সে অঞ্চলকে বলে পেলিভিস।