পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
নারী-পুরুষ সমতা প্রশ্ন: বাংলাদেশের সমাজ উন্নয়নে নারীদের পাঁচটি অবদান লেখ। উত্তর : বাংলাদেশের সমাজ উন্নয়নে নারীদের পাঁচটি অবদান হলো : ১. শিক্ষার মাধ্যমে নারীরা সমাজ উন্নয়নে অবদান রাখছে। ২. পোশাক শিল্পে নারীরা কাজ করে সমাজ উন্নয়নে অবদান রাখছে। ৩. বিদেশে চাকরি করে নারীরা সমাজ উন্নয়নে অবদান রাখছে। ৪. নির্বাচনে অংশগ্রহণ করে নারীরা সমাজ উন্নয়নে অবদান রাখছে। ৫. জনপ্রতিনিধিত্ব করে নারীরা সমাজ উন্নয়নে অবদান রাখছে। প্রশ্ন: আন্তর্জাতিক নারী দিবস পালন কীভাবে শুরু হয়? উত্তর : ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, কারাখানার নারী শ্রমিকরা ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন। সে সময় তাদের অনেককে পুলিশ নির্যাতন ও গ্রেপ্তার করে। ওই দিনটিকে সামনে রেখে ১৯০৮ সালে নিউইয়র্ক শহরের হাজার হাজার নারী শ্রমিক, শিশুশ্রম বন্ধ ও নারীর ভোটাধিকারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। পরবর্তীতে জাতিসংঘের উদ্যোগে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু হয়। আমাদের দায়িত্ব ও কর্তব্য প্রশ্ন : সমাজ কী? সমাজের প্রয়োজন কেন? সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উলেস্নখ করো। উত্তর : চারপাশের পরিবেশ, মানুষ ও তাদের কাজ নিয়ে আমাদের সমাজ। মানুষ একা বাঁচতে পারে না। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সমাজ প্রয়োজন। সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য হলো- ১. সমাজের বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলা। ২. সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা। ৩. সমাজের বিভিন্ন কাজে সহায়তা করা। ৪. সমাজের বিভিন্ন সম্পদ যেমন- পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করা। প্রশ্ন : দুর্ঘটনা কী? দুর্ঘটনা ঘটে কেন? বাড়িতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার চারটি উপায় লেখ। উত্তর : অসতর্কতা বা অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয় তাই দুর্ঘটনা। নিজের কিংবা অন্যের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে। বাড়িতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার চারটি উপায় হলো- ১. ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা। ২. খালি পায়ে বা ভেজা হাতে বৈদু্যতিক সুইচ না ধরা। ৩. ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে নাম লিখে রাখা, যেন ভুল করে কেউ খেয়ে না ফেলে। ৪. আগুনের ব্যবহারে সতর্ক থাকা। প্রশ্ন : নাগরিক কারা? নাগরিকরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে কেন? একজন সুনাগরিকের চারটি গুণাবলি লেখ। উত্তর : যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে তারাই নাগরিক। নাগরিকরা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের স্বার্থে দায়িত্ব এবং কর্তব্য পালন করে। তারাও বিনিময়ে বিভিন্ন সুবিধা পায়। একজন সুনাগরিকের চারটি গুণাবলি হচ্ছে- ১. রাষ্ট্রের আইন মেনে চলা। ২. নিয়মিত কর প্রদান। ৩. রাষ্ট্রের সম্পদ নষ্ট না করা। ৪. রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ। গণতান্ত্রিক মনোভাব প্রশ্ন : গণতন্ত্র কী? গণতন্ত্র চর্চা করা প্রয়োজন কেন? গণতন্ত্র চর্চার চারটি উপকারিতা লেখ। উত্তর : গণতন্ত্র হলো জনগণের শাসন। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও সবার মধ্যে ঐকমত্য সৃষ্টির জন্য গণতন্ত্র চর্চা করা প্রয়োজন। গণতন্ত্র চর্চার চারটি উপকারিতা হলো- ১. গণতন্ত্র মানুষকে সহনশীল হতে শেখায়। ২. গণতন্ত্র মানুষকে মিলেমিশে চলতে শেখায়। ৩. অন্যের মতকে সম্মান জানানো যায়। ৪. সবাই মতপ্রকাশের সুযোগ পায়। প্রশ্ন : দেশপ্রেম কী? দেশপ্রেম প্রয়োজন কেন? একজন দেশপ্রেমিকের চারটি বৈশিষ্ট্য লেখ। উত্তর : মাতৃভূমি তথা দেশের প্রতি ভালোবাসাই দেশপ্রেম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক উন্নয়নের জন্যই দেশপ্রেম প্রয়োজন। একজন দেশপ্রেমিকের চারটি বৈশিষ্ট্য হলো- ১. দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান। ২. দেশের সব আইন মেনে চলা। ৩. দেশের সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ৪. সব ক্ষেত্রে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। প্রশ্ন : পরিবার কী? পরিবারে গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন? পরিবারে গণতন্ত্র চর্চার চারটি সুবিধা লেখ। উত্তর : পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ যেখানে সন্তানাদিসহ বা সন্তানহীনভাবে স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস করেন। গণতন্ত্র চর্চার ফলে পরিবারের সবাই স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে। পরিবারে গণতন্ত্র চর্চার চারটি সুবিধা হলো- ১. সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করতে হবে। ২. আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ৩. সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার মনোভাব গড়ে উঠবে। ৪. পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হবে। বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রশ্ন : গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কী? তারা এ উৎসব পালন করে কেন? গারোদের ঐতিহ্যবাহী উৎসব সম্পর্কে চারটি বাক্য লেখ। উত্তর : গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম 'ওয়ানগালা'। গারোরা নতুন শস্য ওঠার জন্য সূর্য দেবতা সালজং-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ওয়ানগালা উৎসবটি পালন করে। গারোদের ঐতিহ্যবাহী উৎসব সম্পর্কে চারটি বাক্য হলো- ১. সাধারণত নতুন শস্য ওঠার সময় বা অক্টোবর বা নভেম্বর মাসে এ উৎসবের আয়োজন করা হয়। ২. বিভিন্ন ধরনের বাদ্য বাজিয়ে উৎসবটি উদযাপন করা হয়। ৩. নতুন শস্য ওঠার জন্য সূর্য দেবতা সালজং-এর প্রতি কৃতজ্ঞতা হিসেবে নতুন শস্য উৎসর্গ করেন। ৪. এ উৎসব উদযাপনের আগ পর্যন্ত গারোরা নতুন শস্য খান না। প্রশ্ন : খাসিদের ভাষার নাম কী? এই ভাষায় বই লেখা হয়নি কেন? খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য লেখ। উত্তর : খাসিদের ভাষার নাম মনখেমে। লিখিত কোনো বর্ণমালা নেই বলে এ ভাষায় বই লেখা হয়নি। খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য হলো- ১. খাসি সমাজ মাতৃতান্ত্রিক। ২. তারা প্রচুর পান ও মধুর চাষ করেন। ৩. পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকার হয় পরিবারের ছোট মেয়ে। ৪. খাসিরা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। প্রশ্ন : ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম কী? তারা এ উৎসব পালন করে কেন? ত্রিপুরাদের উৎসব সম্পর্কে চারটি বাক্য লেখ। উত্তর : ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম বিজু। তারা নতুন বছরকে বরণ করার জন্য এ উৎসব পালন করে। ত্রিপুরাদের উৎসব সম্পর্কে চারটি বাক্য হলো- ১. ত্রিপুরা সমাজে জন্ম, মৃতু্য ও বিয়ে উপলক্ষে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়