ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুশীলন

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০

হাবিবুর রহমান বাপ্পা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
প্রশ্ন : কাজটা করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো? নতুন কী শিখলে বা জানলে? উত্তর : ক্রুসের সহপাঠী এবং শিক্ষকদের সাথে কাজ করায় প্রযুক্তি সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। চিকিৎসা, কৃষি, ইলেকট্রনিক্স ইত্যাদি প্রযুক্তির বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা পাইছি। গতির খেলা প্রশ্ন : গতি কাকে বলে? উত্তর : গতি হলো সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হার। প্রশ্ন : সরল গতি কাকে বলে? উত্তর : কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে সরল গতি বলে। যেমন :রাস্তায় গাড়ি চলা, হেটে যাওয়া কোনো লোক ইত্যাদি প্রশ্ন : বক্রগতি কাকে বলে? উত্তর : সরলরৈখিক গতিতে চলা কোনো বস্তুর ওপর কোনো সময়ে বল প্রয়োগ করে যদি তার গতিপথ পরিবর্তন করে দেয়া হয় তাহলে ওই নতুন গতিকে বক্রগতি বলা হয়। যেমন : ভার নিক্ষেপ, ঢিল ছুড়ে মারা, ক্রিকেট বল উপর থেকে নিচে পড়ার গতি ইত্যাদি প্রশ্ন : ঘূর্ণন গতি কাকে বলে? উত্তর : কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সেই বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে তবে সেই গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন : বৈদু্যতিক পাখার গতি, ঘড়ির কাটার গতি, সাইকেলের চাকার গতি ইত্যাদি প্রশ্ন : পর্যাবৃত্ত গতি কাকে বলে? উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতি পথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন : বৈদু্যতিক পাখার গতি, ঘড়ির কাটার গতি, সাইকেলের চাকার গতি ইত্যাদি। বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখে ফেলো। বিভিন্ন প্রকার গতি উদাহরণ সরল গতি রাস্তায় গাড়ি চলা, হেটে যাওয়া কোনো লোক ইত্যাদি বক্র গতি ভার নিক্ষেপ, ঢিল ছুড়ে মারা, ক্রিকেট বল উপর থেকে নিচে পড়ার গতি ইত্যাদি ঘূর্ণন গতি বৈদু্যতিক পাখার গতি, ঘড়ির কাটার গতি, সাইকেলের চাকার গতি ইত্যাদি পর্যাবৃত্ত গতি বৈদু্যতিক পাখার গতি, ঘড়ির কাটার গতি, সাইকেলের চাকার গতি ইত্যাদি একটি দলের সদস্য যারা দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তা হিসাব করে লিখ। দৌড় প্রতিযোগিতা প্রতিযোগীর নাম দূরত্ব (স) সময় (ঝ) অবস্থান (ক্রম) তুষার ১০০ ১৭ ১ম প্রিয়াস ১০০ ১৯ ২য় জাবের ১০০ ২০ ৩য় রনি ১০০ ২০.৫ ৪র্থ সিফাত ১০০ ২১ ৫ম হাকিম ১০০ ২২ ৬ষ্ঠ তানভীর ১০০ ২৩ ৭ম আমরা জানি, বেগ = দূরত্ব স্ট সময় \হ= থথথ মি/সে. ১। তুষারের বেগ = দূরত্ব স্ট সময় \হ= ১০০ স্ট ১৭ \হ= ৫.৮৯ মি/সে. ২। প্রিয়াসের বেগ = দূরত্ব স্ট সময় \হ= ১০০ স্ট ১৯ \হ= ৫.২৬ মি/সে. ৩। জাবেরের বেগ = দূরত্ব স্ট সময় \হ= ১০০ স্ট ২০ \হ= ৫ মি/সে. ৪। রনিরের বেগ = দূরত্ব স্ট সময় \হ= ১০০ স্ট ২০.৫ \হ= ৪.৮৮ মি/সে. ৫। সিফাতের বেগ = দূরত্ব স্ট সময় \হ= ১০০ স্ট ২১ \হ= ৪.৭৬ মি/সে. ৬। হাকিমের বেগ = দূরত্ব স্ট সময় \হ= ১০০ স্ট ২২ \হ= ৪.৫৪ মি/সে. ৭। তানভীরের বেগ = দূরত্ব স্ট সময় \হ= ১০০ স্ট ২৩ \হ= ৪.৩৫ মি/সে. প্রশ্ন : ধরো, একটা বল উপর থেকে পড়ছে, বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে? নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে? উত্তর : একটি বলকে উপর থেকে নিচে ফেলার সময় গতি নির্ভর করবে তার উচ্চতার উপর। যত উপর থেকে বলটিকে ফেলবে তত জোরে সে মাটিতে পড়বে। কারণ বলটি যখন উপরে থাকে তার মধ্যে স্থিতিশক্তি জমা থাকে। নিচে পড়ার সময় তার স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হয়। বলটি যত উপরে থাকবে তাতে তত বেশি স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। তাই নিচে পড়ার সময় গতিশক্তিও বেশি হবে। আর যত বেশি গতিশক্তি তত বেশি তার গতি। তাই বলটি যত উপর হতে ফেলা হবে তত জোরে পড়বে। রোদ, জল, বৃষ্টি প্রশ্ন: আবহাওয়া কী? উত্তর : আবহাওয়া বলতে স্বল্প সময়ের জন্য কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমন্ডলের অবস্থাকে বোঝায়। প্রশ্ন : জলবায়ু কী? উত্তর : জলবায়ু হলো কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা। প্রশ্ন : রোদ কী? উত্তর : তাপ ও আলো আকারে সূর্য থেকে পৃথিবীতে আসা শক্তি। প্রশ্ন : গ্রিনহাউস কী? উত্তর : শীতপ্রধান দেশে বিশেষ ধরনের কাঁচের তৈরি ঘরে কৃত্রিম উষ্ণ পরিবেশে শাকসবজি ও বিভিন্ন ফুল-ফলের চাষাবাদ করা হয়ে থাকে। কাঁচের তৈরি ঘরগুলোই গ্রিনহাউস নামে পরিচিত। প্রশ্নন : বৈশ্বিক উষ্ণায়ন কী? উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। প্রশ্ন :অ্যাসিড বৃষ্টি কী? উত্তর : বৃষ্টির পানির সাথে অ্যাসিড জাতীয় উপাদান মিশ্রিত থাকলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়