মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুশীলন

হাবিবুর রহমান বাপ্পা, সহকারী শিক্ষক, শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
  ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুশীলন

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন : বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই?

উত্তর :

১। ট্রাক্টর, সেচ পাম্প বা ফলস মাড়াইয়ের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে এর ফলে অল্প সময়ে অধিক খাদ্য উৎপাদন করে মানুষের বাড়তি খাদ্য চাহিদা পূরণ করছে।

২। রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে বেশি পরিমাণ উৎপাদন করা যায়।

৩। চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই রোগ নির্ণয় করা যায়।

প্রশ্ন : প্রযুক্তি কি কাজে ব্যবহৃত হয়?

উত্তর :

প্রযুক্তির নাম কী কাজে ব্যবহৃত হয়?

প্রযুক্তিগুলোকে শ্রেণীবদ্ধ করা হলো :

১. প্রযুক্তির নাম: স্মার্ট ফোন

প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার :কথাবলা, ছবি দেখা, ভিডিও দেখা, গেইম খেলা ইত্যাদি।

প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে :খারাপ হচ্ছে।

কেন আমরা ভালো বা খারাপ বলছি : একজন মানুষ বিনা কারণে সেটি ব্যবহার করে নিজের সময় নষ্ট করছে। তাছাড়া ছাত্রছাত্রীরা অতিরিক্ত মাত্রায় আসক্ত হয়ে পড়ালেখার মনোযোগ নষ্ট করছে।

২. প্রযুক্তির নাম : নিউক্লিয়ার

প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার :বিদু্যৎ তৈরি এবং ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হয়।

প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে :খারাপ হচ্ছে।

কেন আমরা ভালো বা খারাপ বলছি :নিউক্লিয়ার বোমায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে।

৩. প্রযুক্তির নাম :পলিথিন ব্যাগ

প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার :ব্যাগ হিসেবে ব্যবহৃত হয়প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে : খারাপ হচ্ছে

কেন আমরা ভালো বা খারাপ বলছি : পলিথিন ব্যাগ অপচনশীল ফলে এগুলো পরিবেশে মারাত্মক বিপর্যয় ঘটায়।

৪. প্রযুক্তির নাম : ই-শিক্ষা

প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার :পড়ালেখার কাজে ব্যবহার হয়

প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে :ভালো হচ্ছে।

কেন আমরা ভালো বা খারাপ বলছি : ঘরে বসেই পড়ালেখা করা যায়।

৫. প্রযুক্তির নাম : ই-ব্যাকিং

প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার : লেনদেন করা যায়

প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে : ভালো হচ্ছে

কেন আমরা ভালো বা খারাপ বলছি : ঘরে বসেই ব্যাংকিং সুবিধা গ্রহণ করা যায়।

৬. প্রযুক্তির নাম :ই-স্বাস্থ্য

প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার : স্বাস্থ্য সেবা গ্রহণ

প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে : ভালো হচ্ছে।

কেন আমরা ভালো বা খারাপ বলছি : ঘরে বসেই বিশ্বের ভালো ভালো ডাক্তারের স্বাস্থ্যবিষয়ক সেবা গ্রহণ করা যায়।

প্রশ্ন :ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কী করতে পারি?

উত্তর :

১. কোম্পানি এবং সরকারের নৈতিকতা কোড বাস্তবায়ন, কর্মীদের প্রশিক্ষণ এবং গোপনীয়তা, নিরাপত্তা এবং মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া এমন প্রযুক্তির ব্যবহার করে প্রযুক্তির নৈতিক ব্যবহারকে সমর্থন করা।

২. প্রযুক্তির সম্ভাব্য সুবিধা এবং কীভাবে এটি বৃহত্তর পর্যায়ে ভালোর জন্য ব্যবহার। করা যেতে পারে সে সম্পর্কে মানুষকে শিক্ষিত করা।

৩. কোম্পানি এবং সরকার নতুন প্রযুক্তি তৈরি করতে গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগ করা, যা সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করতে পারে। যেমন : চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো।

প্রশ্ন :অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার, কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কী করার আছে?

উত্তর :

১. প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে মানুষকে শিক্ষিত করা। প্রযুক্তির অপব্যবহারের পরিণতি এবং দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব। সম্পর্কে মানুষকে শেখানো উচিত।

২. প্রযুক্তির অপব্যবহার রোধ করর জন্য বিভিন্ন কোম্পানি এবং সংস্থাগুলির শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাগুলিতে বিনিয়োগ করা উচিত।

৩. পিতা-মাতা, স্কুল এবং সম্প্রদায়ের উচিত শিশু এবং যুবকদের নৈতিকভাবে এবং দায়িত্বের সাথে প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহিত করা।

৪. সরকারের উচিত অপ্রয়োজনী প্রযুক্তির ক্ষেত্রে কঠিন আইন তৈরি করা যা প্রযুক্তির অপব্যবহারকে সীমাবদ্ধ করে।

প্রশ্ন : তোমাদের দলের পরিকল্পনা কী ছিল?

উত্তর : ব্যানার, পোস্টার, সেমিনার বা আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে অন্যক্লাসে ছাত্রছাত্রীসহ এলাকার মানুষকে প্রযুক্তির ভালো ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে সচেতন করানো।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে