প্রশ্ন :বিশ্বে প্রথম কম্পিউটার প্রোগ্রামার-
উত্তর :অ্যাডা লাভলেস।
প্রশ্ন :আধুনিক ল্যাপটপের জনক-
উত্তর :বিল মোগরিজ।
প্রশ্ন :মোবাইল ফোনের জনক-
উত্তর :মার্টিন কুপার।
প্রশ্ন :ওয়েবের জনক-
উত্তর :টিম বার্নার্স লি
প্রশ্ন :গুগলের জনক-
উত্তর :ল্যারি পেজ ও সার্জে ব্রিন।
প্রশ্ন :ই বুকের জনক-
উত্তর :মাইকেল স্টার্ন হার্ট।
প্রশ্ন :গুগল ই বুকের যাত্রা শুরু-
উত্তর :২০১০ সালে।
প্রশ্ন :ভিডিও গেমসের জনক-
উত্তর :রাল্ফ এইচ বেয়ার।
প্রশ্ন : টেলিভিশনের জনক-
উত্তর : জন এল বিয়ার্ড।
প্রশ্ন : লেজার আবিষ্কৃত হয়-
উত্তর : ১৬ মে, ১৯৬০।
প্রশ্ন : মজিলা করপোরেশনের প্রতিষ্ঠা হয়-
উত্তর :৩ আগস্ট ২০০৫ সালে।
প্রশ্ন :অ্যাপল প্রতিষ্ঠিত হয়-
উত্তর :১ এপ্রিল ১৯৭৬ সালে।
প্রশ্ন :পারমাণবিক বোমার আবিষ্কারক-
উত্তর : ওপেনহাইমার।
প্রশ্ন : নোকিয়ার জনক-
উত্তর :ফ্লেডিক আইডেসটাম।
প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণকাল-
উত্তর : ১১ মে, ২০১৮।
প্রশ্ন : কম্পিউটারে নেই-
উত্তর : বুদ্ধি বিবেচনা
প্রশ্ন : কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয়-
উত্তর : বাইনারি
প্রশ্ন : কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়-
উত্তর : প্রিন্টার
প্রশ্ন : কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়-
উত্তর : কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
প্রশ্ন : কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
উত্তর : কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
প্রশ্ন : বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?
উত্তর : হাইগ্রোমিটার
প্রশ্ন : ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি-
উত্তর : অঁঃড়পষধাব