মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
কৃত্তিম উপগ্রহ

প্রশ্ন :শিলাদিত্য উপাধি কোন রাজা নেন?

উত্তর :হর্ষবর্ধন।

প্রশ্ন : লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়?

উত্তর :অস্থিমজ্জা।

প্রশ্ন :কোন কারখানায় কাজ করার নূ্যনতম বয়স কত?

উত্তর :১৪ বছর।

প্রশ্ন : রোহান বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর :টেনিস।

প্রশ্ন :খরিফ ফসলের উদাহরণ-

উত্তর :ভুট্টা।

প্রশ্ন :বাস্তুতন্ত্রের প্রবক্তা কে?

উত্তর :ট্যান সেল।

প্রশ্ন :ভারতের আইনস্টাইন কাকে বলা হয়?

উত্তর :সত্যেন্দ্রনাথ বসু।

প্রশ্ন :ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের থেকে গৃহীত?

উত্তর :আমেরিকা।

প্রশ্ন :রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?

উত্তর :উইলিয়াম হার্ভে।

প্রশ্ন :বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

উত্তর :ভিটামিন ই১

প্রশ্ন :ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর :সতীশ চন্দ্র মুখোপাধ্যায়।

প্রশ্ন :তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?

উত্তর :বেকারেল।

প্রশ্ন :বাতাসের আপেক্ষিক আদ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?

উত্তর :হাইগ্রো মিটার।

প্রশ্ন :পেরু কোন মহাদেশে অবস্থিত?

উত্তর :উত্তর আমেরিকা।

প্রশ্ন :মানুষের দেহে ক্রোমোজোম কি থাকে?

উত্তর :প্রোটিন ও উঘঅ।

প্রশ্ন :বাযু কি?

উত্তর :একপ্রকার মিশ্রণ।

প্রশ্ন :নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কত সালে গঠিত হয়?

উত্তর :১৯২০ সালে।

প্রশ্ন :মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ-

উত্তর :স্পুটনিক ১।

প্রশ্ন :কৃত্তিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে ঊধ্বে-

উত্তর :৩৬০০ কিলোমিটার।

প্রশ্ন :সর্বপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয়-

উত্তর :১৯৬৪ সালে

প্রশ্ন :বর্তমান বিশ্বে প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটার-

উত্তর :আইবিএম মার্ক ১।

প্রশ্ন :লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক-

উত্তর :ট্যাভেলড লিনাক্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে