দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
প্রথম অধ্যায় প্রশ্ন: এলিনার বাবা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে এলিনা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে। বিশ্বের দেশগুলোর জনসংখ্যা, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে জানার তার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। এলিনা ভবিষ্যতে ভূগোল বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি নিতে চায়। ক. কোন ভূগোলবিদ ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন? খ. ভূগোলের প্রধান কাজ কী? গ. এলিনার আগ্রহের বিষয়াদি ভূগোলের যেসব শাখায় আলোচ্য, তা ব্যক্ত কর। ঘ. ভূগোল পাঠে এলিনা উক্ত শাখা ব্যতীত মানব ভূগোলের আর কোন কোন বিষয় জানতে পারবে? পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা কর। উত্তর : ক. ভূগোলবিদ কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। খ. পৃথিবীকে কেন্দ্র করেই মানুষ তার যাবতীয় কার্য সম্পাদন করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদনদী, সাগর, খনিজসম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথষ্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো- এই কার্যকারণ উদ্ঘাটন করা। গ. পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে জনসংখ্যা, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে এলিনার মনে জানার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। এলিনার আগ্রহের এ বিষয়াদি যথাক্রমে- জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোলে আলোচ্য। যথা : ১. জনসংখ্যা ভূগোল : জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের ওপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। ২. রাজনৈতিক ভূগোল : রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। ৩. অর্থনৈতিক ভূগোল : প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে, তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। ঘ. এলিনা ভূগোল পাঠে মানব ভূগোলের উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও আরও অনেক বিষয় জানতে পারবে। যথা- ১. আঞ্চলিক ভূগোল : অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবনধারণ প্রণালি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। ২. সংখ্যাতাত্ত্বিক ভূগোল : ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এ ছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখায় ব্যবহার করা হয়। ৩. পরিবহণ ভূগোল : পরিবহণ ভূগোলবিদরা সরকারি, বেসরকারি, যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। ৪. নগর ভূগোল : ভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণিবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীর বস্তি ইত্যাদি বিষয় চর্চা করা হয়। ৫. দুর্যোগ ব্যবস্থাপনা : দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। সুতরাং, ভূগোল পাঠে এলিনা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বিভিন্ন মানুষের পরিবেশে অভিযোজনের নানা বিষয়াদি জানতে পারবে। প্রশ্ন:দুলাল ও মালতী তাদের ভূগোল পাঠ্যবই নিয়ে আলোচনা করছিল। দুলাল বলল, 'ভূগোল সারা পৃথিবীর মানুষের কার্যকলাপ নিয়ে আলোচনা করে বলেই ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়।' মালতী দুলালের কথায় সম্মতি দিয়ে বলল, 'মানুষের বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল।' ক. যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা? খ. পরিবেশ বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে দুলালের করা উক্তিটির ব্যাখ্যা কর। ঘ. দুলাল ও মালতীর আলোচনা থেকে ভূগোলের সংজ্ঞা নির্ধারণ কর। উত্তর : ক. যাতায়াতব্যবস্থা নিয়ে আলোচনা করে পরিবহণ ভূগোল। খ. মানুষ যেখানে বাস করে, তাকে ঘিরে যে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করে, তাকে পরিবশে বলে। প্রকৃতির সব দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর, বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সব জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। গ. উদ্দীপকে দুলালের উক্তি ছিল, 'ভূগোল সারা পৃথিবীর মানুষের কার্যকলাপ নিয়ে আলোচনা করে বলেই ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়।' পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদনদী, সাগর, খনিজসম্পদ মানুষের জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। আর এর মধ্যে রয়েছে মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপ, প্রযুক্তির বিকাশ। মানুষের এসব ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। এসব পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানুষ খাপ খাইয়ে চলার নিরন্তর প্রচেষ্টায় ব্যস্ত রয়েছে। এ জন্য ভূগোল স্থান ও কালভেদে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করে। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। ভূগোলে মানুষের ক্রিয়াকলাপ গুরুত্ব দেওয়া হয় বলে পৃথিবীপৃষ্ঠে মানুষের সঙ্গে পরিবেশের কার্যকারণ সম্পর্ক বিচার-বিশ্লেষণ করে ভূগোল। তাই ভূগোলের বর্তমান আলোচনায় মানুষের ক্রিয়াকলাপ এত গুরুত্বপূর্ণ। আর এই প্রেক্ষিতেই দুলাল উদ্দীপকে উক্তিটি করেছে। ঘ. উদ্দীপকে দুলাল ও মালতীর আলোচনায় ধরা পড়ে পৃথিবীর বুকে মানুষের ক্রিয়াকলাপ তথা বেঁচে থাকার নিরন্তর সংগ্রামের যুক্তিপূর্ণ আলোচনাই ভূগোল। তাদের এই আলোচনা থেকে ভূগোলের সংজ্ঞা নির্ধারণ করা যেতে পারে। মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদনদী, সাগর, খনিজসম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। ঘরবাড়ি, অফিস-আদালত, রাস্তাঘাট, শহর-বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়। খাল, বিল, পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথষ্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো, এই কার্যকারণ উদ্ঘাটন করা। পরবর্তী অংশ আগামী সংখ্যায়